Ajker Patrika

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১১: ২৬
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক। ছবি: সংগৃহীত
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধ্যরাত থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত ৩টার দিকে ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে কিছু যানবাহন আটকা পড়ে।

গতকাল রাত ৩টার দিকে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হন চালক ও যাত্রীরা।

ঝিনাইদহ থেকে আসা ট্রাকচালক ইয়াছিন মোল্লা বলেন, ‘রাত ৩টার সময় দৌলতদিয়া ফেরিঘাটে এসে জানতে পারি, ফেরি চলাচল বন্ধ। তখন থেকে গাড়িতে বসে আছি।’

রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোল্ডেন পরিবহনের যাত্রী রাজিব খান বলেন, ‘সকাল ৭টার সময় ফেরিঘাটে এসে বসে আছি। মধ্যরাত থেকে কুয়াশায় ফেরি চলাচল বন্ধ। জরুরি কাজে ঢাকায় যেতে হবে। কখন কুয়াশা কাটবে আর কখন ফেরি চলাচল শুরু হবে জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত