নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় শিক্ষার্থী সানজিদ হোসেন মৃধাকে (১৬) গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে মনোয়ারুল ইসলাম রবিনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক নাজমুল হুদা। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে উত্তরার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে গত ৫ আগস্ট সকাল থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরে রবীন্দ্র সরোবরের পাশে ছাত্র-জনতার সঙ্গে অবস্থান করছিল সানজিদ হোসেন মৃধা (১৬)। সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা সাধারণ জনতার ওপর ছুরি, রামদা ও পিস্তল নিয়ে হামলা চালান। এ সময় সানজিদ গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা কবির হোসেন মৃধা গত ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় শিক্ষার্থী সানজিদ হোসেন মৃধাকে (১৬) গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে মনোয়ারুল ইসলাম রবিনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক নাজমুল হুদা। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে উত্তরার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে গত ৫ আগস্ট সকাল থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরে রবীন্দ্র সরোবরের পাশে ছাত্র-জনতার সঙ্গে অবস্থান করছিল সানজিদ হোসেন মৃধা (১৬)। সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা সাধারণ জনতার ওপর ছুরি, রামদা ও পিস্তল নিয়ে হামলা চালান। এ সময় সানজিদ গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা কবির হোসেন মৃধা গত ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।
কুমিল্লার হোমনায় ২০ কেজি গাঁজাসহ মমিন মিয়া (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠিয়েছে থানা–পুলিশ। মমিন মিয়ার বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া গ্রামে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি...
২ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাতি করা হয়েছে। এ সময় লুট করা হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কালিয়াদহ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে এ ডাকাতি করা হয়।
১৩ মিনিট আগেবাসায় উপস্থিত সবার জন্যই আপ্যায়নের চেষ্টা করেছেন আইভী। তিনি নিজের হাতে সবাইকে আপ্যায়নের চেষ্টা করেন। বিস্কুট, কলা, লালমোহন মিষ্টি দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ কর্মকর্তারা এসব খাননি। তাঁরা বলেছেন, ‘অভিযানে এসে খাবার গ্রহণ করাটা ঠিক হবে না।’ তাঁরা কেউই এসব খাবার গ্রহণ করেননি।
১৫ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কেশবপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুর ১২টায় তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়। তাঁদের জয়পুরহাট থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
২৫ মিনিট আগে