অনলাইন ডেস্ক
বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রোববার রাজধানীর একাংশে তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। পদযাত্রা চলাকালে রামপুরা, বাড্ডা, গুলশান, নতুনবাজার সড়কে ব্যারিকেড দেয় পুলিশ। ফলে সেখানেই পদযাত্রা থামিয়ে একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে হাইকমিশনের উদ্দেশে যায়। এসব কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রামপুরা-বাড্ডা রোড, বিমানবন্দর রোড, বনশ্রী, পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, হাতিরঝিলসহ আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়।
বেলা ২টায় রাজধানীর পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল এলাকায় সড়কে গাড়ির চাপ বেশি দেখা যায়। এই পথে চলাচল করা মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হয়। অনেককে হেঁটে চলতে দেখা গেছে।
রামপুরায় এক পথচারী জানান, রামপুরা, মালিবাগ, মগবাজার, শান্তিনগর এলাকায় প্রতিটি রাস্তাতেই যানজট ছিল। কয়েক মিনিটের পথ বাসে আসতে লেগেছে ঘণ্টাখানেক। সকাল থেকে রাস্তা বন্ধ থাকায় যান চলাচল বন্ধ ছিল।
বনশ্রীতে এক মোটরসাইকেল আরোহী জানান, গুলিস্তান থেকে রামপুরা পর্যন্ত সড়কে যান চলাচল ছিল ধীরগতি। এই পথের প্রতিটি সিগন্যালেই যানজটে পড়তে হয়েছে। প্রায় এক ঘণ্টা সময় লেগেছে এই পথ ধরে আসতে। অন্যদিন আধা ঘণ্টায় যেখানে চলে আসা যেত।
দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, বেশ কিছু সময় রামপুরায় ব্যারিকেড ছিল। এতে রামপুরা-বাড্ডা রোডে যান চলাচল বন্ধ ছিল। এর প্রভাব আশপাশের সড়কে পড়েছে। বিভিন্ন সড়কে গাড়ির চাপ বেশি থাকায় যানজট তৈরি হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বলেন, রাজনৈতিক বড় কর্মসূচি থাকায় রামপুরা, বাড্ডা ও গুলশান, নতুন বাজারে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করে। এতে ওই সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।
বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রোববার রাজধানীর একাংশে তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। পদযাত্রা চলাকালে রামপুরা, বাড্ডা, গুলশান, নতুনবাজার সড়কে ব্যারিকেড দেয় পুলিশ। ফলে সেখানেই পদযাত্রা থামিয়ে একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে হাইকমিশনের উদ্দেশে যায়। এসব কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রামপুরা-বাড্ডা রোড, বিমানবন্দর রোড, বনশ্রী, পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, হাতিরঝিলসহ আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়।
বেলা ২টায় রাজধানীর পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল এলাকায় সড়কে গাড়ির চাপ বেশি দেখা যায়। এই পথে চলাচল করা মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হয়। অনেককে হেঁটে চলতে দেখা গেছে।
রামপুরায় এক পথচারী জানান, রামপুরা, মালিবাগ, মগবাজার, শান্তিনগর এলাকায় প্রতিটি রাস্তাতেই যানজট ছিল। কয়েক মিনিটের পথ বাসে আসতে লেগেছে ঘণ্টাখানেক। সকাল থেকে রাস্তা বন্ধ থাকায় যান চলাচল বন্ধ ছিল।
বনশ্রীতে এক মোটরসাইকেল আরোহী জানান, গুলিস্তান থেকে রামপুরা পর্যন্ত সড়কে যান চলাচল ছিল ধীরগতি। এই পথের প্রতিটি সিগন্যালেই যানজটে পড়তে হয়েছে। প্রায় এক ঘণ্টা সময় লেগেছে এই পথ ধরে আসতে। অন্যদিন আধা ঘণ্টায় যেখানে চলে আসা যেত।
দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, বেশ কিছু সময় রামপুরায় ব্যারিকেড ছিল। এতে রামপুরা-বাড্ডা রোডে যান চলাচল বন্ধ ছিল। এর প্রভাব আশপাশের সড়কে পড়েছে। বিভিন্ন সড়কে গাড়ির চাপ বেশি থাকায় যানজট তৈরি হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বলেন, রাজনৈতিক বড় কর্মসূচি থাকায় রামপুরা, বাড্ডা ও গুলশান, নতুন বাজারে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করে। এতে ওই সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
৩১ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৪১ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে