Ajker Patrika

গাজীপুরে বিল থেকে জোড়া মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গাজীপুর
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১১: ১৭
গাজীপুরে বিল থেকে জোড়া মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে পানিতে ভাসমান দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানার পুলিশ। গতকাল বুধবার রাতে কোনাবাড়ী থানার আমবাগ পূর্বপাড়া এলাকায় তুরাগ নদের পার্শ্ববর্তী বিলের ইটভাঁটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

আনুমানিক ৪৫ ও ৩০ বছর বয়সের নিহত ওই দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, বুধবার রাতে মাছ শিকার করতে কয়েক ব্যক্তি তুরাগ নদের পার্শ্ববর্তী ওই ইটভাঁটি এলাকায় যান। আমবাগ পূর্বপাড়া এলাকায় একটি বিল পাশের তুরাগ নদের সঙ্গে মিশেছে। এ সময় সেখানে পাশাপাশি দুটি লাশ পানিতে ভাসতে দেখেন তাঁরা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে অর্ধগলিত লাশ দুটি উদ্ধার করে। 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্তত এক সপ্তাহ আগে তাঁদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তাঁদের পরিচয় উদ্ধার করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মাকসুদে রহমান আজ বৃহস্পতিবার সকালে জানান, মরদেহগুলো পচে যাওয়ায় তাঁদের আঙুলের যথাযথ ছাপ নেওয়া সম্ভব হয়নি। তার পরও তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত