Ajker Patrika

ই-কমার্স রেগুলেটরি অথোরিটি গঠন করতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স রেগুলেটরি অথোরিটি গঠন করতে হাইকোর্টে রিট

প্রতারণা ঠেকাতে দেশের ই-কমার্স ব্যবসাকে তদারকি করার জন্য ‘ই-কমার্স রেগুলেটরি অথোরিটি’ গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম বাধন এ রিট করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান ও ই-ক্যাবকে রিটে বিবাদী করা হয়েছে। 
 
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মুস্তাফিজুর রহমানের বেঞ্চে আবেদনটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী আনোয়ারুল ইসলাম। 

এর আগে গতকাল অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ই-কমার্স নিয়ে কোন আইন হয়নি। এটাকে আইনের আওতাভুক্ত করতে হবে। আমি মনে করি, যারা এ ধরনের ব্যবসা করবে তাঁদের কাছ থেকে একটা জামানত নিয়ে বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দেবে। সেই ক্ষেত্রে কোন ব্যক্তি যদি প্রতারণার শিকার হন, তাঁদের ইকমার্স প্রতিষ্ঠানের সিকিউরিটি মানি থেকে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। 

আমিন উদ্দিন বলেন, কেউ প্রতারিত হলে সে দেওয়ানি ও ফৌজদারি মামলা করতে পারে। এ ছাড়া ক্রেতাকে সাবধান হতে হবে। তবে সবাইকে বিনিয়োগ করার আগে ভালো-মন্দ দিকটা ক্ষতিয়ে দেখার জন্য পরামর্শ দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত