Ajker Patrika

উত্তরায় ছাত্রীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১০: ৪৪
উত্তরায় ছাত্রীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

রাজধানীর উত্তরায় ওয়াইড ভিশন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছাত্রী আহত হয়েছে। উত্তরা ১২ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ওই প্রতিষ্ঠানের সামনে মঙ্গলবার (২৪ মে) বেলা সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহত দুই ছাত্রীকে সহপাঠীরা কাছের একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ রায়হানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষার হলে ছাত্রীদের মধ্যে স্কেল টানাটানি হয়েছিল। পরীক্ষা শেষ করে ওই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। পরে খবর পেয়ে পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা চলে গেছে। এ ঘটনায় কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’ 

অন্যদিকে ওয়াইড ভিশন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘কারা কারা মারামারি করেছে তা বলতে পারব না। তবে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে তা শুনেছি। যতটুকু জানা গেছে, মনোমালিন্যের জের ধরে দুই ছাত্রী অপর দুই ছাত্রীকে মারধর করেছে বলে জেনেছি। ছাত্রীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।’ 

ড. আবু জাফর বলেন, ‘মারামারির খবর পাওয়ামাত্রই পুলিশকে জানিয়েছি। সাধারণত মেয়েদের কেন্দ্র করে ছেলেদের মধ্যে সংঘর্ষ হয়। কিন্তু এবার ছাত্রীদের দুই গ্রুপের মধ্যেই ভিন্ন ঘটনা ঘটল। কিশোর গ্যাং গ্রুপের আশঙ্কা থেকেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত