Ajker Patrika

শ্রীনগরে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

দোহার (ঢাকা) প্রতিনিধি
শ্রীনগরে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

ঢাকার দোহারে ট্রাকচাপায় স্বর্ণা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় কামারগা আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তাইয়বী বিষয়টি নিশ্চিত করেন।

স্বর্ণা আক্তার দোহারের মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামের সেকেন্দার খালাসী মেয়ে। তিনি দোহারের পদ্মা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল চেপে এক তরুণের সঙ্গে স্বর্ণা যাচ্ছিলেন। শ্রীনগরের কামারগা আইডিয়াল স্কুলের সামনের স্পিড ব্রেকার অতিক্রমের সময় দ্রুতগতির মোটরসাইকেলটি থেকে স্বর্ণা পড়ে যান। এ সময় পেছনে থাকা ইট বহনকারী একটি ট্রাক স্বর্ণাকে চাপা দিয়ে চলে যায়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান স্বর্ণা। এদিকে বাইকচালকও দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে পদ্মা সরকারি কলেজের উপাধ্যক্ষ জালাল হোসেন বলেন, ‘প্রায় প্রতি বছরই আমাদের শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় মারা যান। আমরা এর স্থায়ী এবং আইনানুগ প্রতিকার চাই। লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং মাহেন্দ্র ও ট্রাক নিষিদ্ধ করা হোক। আমরা স্বর্ণার মৃত্যুর সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষ কেউ জড়িত থাকলে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই। এ ছাড়া শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন হতে আন্তরিক অনুরোধ জানাই।’

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তাইয়বী বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এখন থানায় লাশ আছে। পরিবারের সদস্যরা এসেছেন মামলা প্রক্রিয়াধীন চলছে। মামলা হলে আমরা পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত