Ajker Patrika

বিএফআইইউর প্রধানকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৪: ০৬
বিএফআইইউর প্রধানকে হাইকোর্টে তলব

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ রাখার বিষয়ে আদালতে দাখিল করা তথ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ তাঁকে তলব করেন।

আগামীকাল বুধবার বেলা ১১টায় তাঁকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আদালত বলেন, নাম-পদবি ছাড়া এভাবে প্রতিবেদন দেওয়াটা যেন ‘ধরি মাছ না ছুঁই পানি’র মতো একটা বিষয়। নাম-পদবি দিয়ে প্রতিবেদন দিতে এত ভয় কেন? 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। আর দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। 

আদেশের পর খুরশিদ আলম খান বলেন, আদালত যেভাবে চেয়েছিলেন, বিএফআইইউ থেকে সেভাবে প্রতিবেদন দেওয়া হয়নি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরসহ ফরওয়ার্ডিং আকারে প্রতিবেদন দিতে হয়। কিন্তু প্রতিবেদনে এসবের কিছুই নেই। এটা একটা উদাসীন প্রতিবেদন। তাই আদালত তাঁকে তলব করেছেন। 

এর আগে নির্দেশ অনুযায়ী গত ১৪ আগস্ট হাইকোর্টে প্রতিবেদন দেয় বিএফআইইউ। যাতে বলা হয়, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমাসংক্রান্ত তথ্য বিভিন্ন সময়ে দেশটির আর্থিক গোয়েন্দা সংস্থা এফআইইউর কাছে চাওয়া হয়েছিল। সবশেষ গত ১৭ জুন এসংক্রান্ত তথ্য চেয়েছিল বিএফআইইউ। কিন্তু দীর্ঘ সময়ে তারা কেবল একজনের তথ্য দিয়েছে। এ ছাড়া আর কারও বিষয়ে কোনো তথ্য নেই বলে জানানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

ডাকসু প্রার্থীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি, সমালোচনার ঝড়

জামায়াত আমিরের বাসায় জ্যেষ্ঠ নেতাদের বৈঠক, পিআর নিয়ে অনড় অবস্থান

মির্জাপুরে বিএনপি নেতার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত