Ajker Patrika

বাসের ধাক্কায় নিহতের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৬: ২০
বাসের ধাক্কায় নিহতের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

রাজধানীর রামপুরা ডিআইটি রোডে সুপ্রভাত বাসের ধাক্কায় নিহত সাইকেল আরোহী পিন্টু শেখের স্ত্রী, ছেলে, মেয়ে ও অন্যান্য ওয়ারিশদের ১ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার ক্রাইম ট্রাইব্যুনাল এবং সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ রায় দিয়েছেন। 

রায়ে বলা হয়েছে, সুপ্রভাত বাসের মালিক মোহাম্মদ নুরুল ইসলাম ও বাসচালক সোহাগ মিয়াকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে। ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে নিহত পিন্টু শেখের স্ত্রী-কন্যাসহ তাঁর ক্রম ওয়ারিশগণ আদালতের মাধ্যমে টাকা আদায় করার সব অধিকারী হবেন। 

রায়ে আরও বলা হয়েছে, নিহত পিন্টু শেখের স্ত্রী মৌসুমি আক্তার, কন্যা মানহা আক্তার মাইসাসহ ইসলামি শরিয়াহ আইনে যাঁরা বৈধ ওয়ারিশ, তাঁরা আইন অনুসারে হারাহারিভাবে উক্ত টাকা বাসমালিক ও চালকের কাছ থেকে পাওয়ার অধিকারী। 

ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) বিমল সমাদ্দার আজকের পত্রিকাকে বলেন, ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী আদালত এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই অধ্যাদেশ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার রায় দেশে এটিই প্রথম। 

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকার রামপুরা ডিআইটি রোডের মালিবাগ চৌধুরীপাড়া সিএনজি পাম্পের কাছে উত্তরা ব্যাংকের সামনে পৌঁছালে সুপ্রভাত বাসটি সাইকেল আরোহী পিন্টু শেখকে পেছন দিক থেকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পিন্টু শেখকে মৃত ঘোষণা করেন। ওই দিনই রমনা থানায় দুর্ঘটনাজনিত হত্যা মামলা দায়ের করা হয়। 

অন্যদিকে, পিন্টু শেখের বোন নীলিমা বেগম ও তাঁর ওয়ারিশগণ ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্রাইম ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ১২৮ ধারার সঙ্গে ১২৭ ধারা অনুযায়ী এ মামলা দায়ের করে ২ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার ২৫৬ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এই ক্ষতিপূরণ মামলায় বাসটির আমদানিকারক র‍্যাংগস লিমিটেড বাসের মালিককে ঋণদানকারী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডকেও বিবাদী করা হয়। আদালত গাড়ির মালিক এবং গাড়ির চালক ছাড়া অন্য সবাইকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত