Ajker Patrika

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি রোধে ডিসিদের তৎপর থাকতে হবে: তথ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪: ২৩
সামাজিক মাধ্যমে বিভ্রান্তি রোধে ডিসিদের তৎপর থাকতে হবে: তথ্যমন্ত্রী 

সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের অপপ্রচার, গুজব ও বিশৃঙ্খলা রোধে জেলা প্রশাসকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

হাছান মাহমুদ বলেন, ‘জেলা প্রশাসকদের মাধ্যমেই মাঠ পর্যায়ে সরকারি সিদ্ধান্তসমূহ বাস্তবায়িত হয়। আজকে জেলা প্রশাসকদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনারা জানেন, দেশে ৯ কোটির বেশি মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে। প্রতিনিয়ত এটি বৃদ্ধি পাচ্ছে।’ 

হাছান মাহমুদ আরও বলেন, ‘এই মাধ্যমটি প্রচারের যেমন একটি বড় ক্ষেত্র, তেমনি অপপ্রচারেরও একটি বড় ক্ষেত্র। গত সাত-আট বছরে বড় যে দুর্ঘটনা, গুজবগুলো ঘটেছে, সেগুলোর প্রায় সবই সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ঘটেছে। জেলা প্রশাসকদের কাছে আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। অনেক সময় নানা বিভ্রান্তিমূলক খবর পরিবেশন করে, যেগুলো স্থানীয়ভাবে বিশৃঙ্খলা তৈরি করে। সারা দেশেও ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসকেরা যেন এ ব্যাপারে তৎপর থাকেন।’ 

আইপিটিভির সম্প্রচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমাদের যে সম্প্রচার নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী কোনো আইপি টিভি বা ইউটিউব চ্যানেল খবর প্রচার করতে পারবে না। কিন্তু দেখা যায় আইপি টিভির মাধ্যমে অনেক ক্ষেত্রে খবর প্রচার করা হচ্ছে। সম্প্রচার নীতিমালা অনুযায়ী তাঁরা এটি করতে পারে না। অনেক আইপি টিভি স্থানীয়ভাবে অনেক জনপ্রিয় এবং তারা প্রতিনিয়ত খবর প্রচার করছে। আমরা জেলা প্রশাসকদের বলেছি, এসব ক্ষেত্রে যেন ব্যবস্থা নেওয়া হয়।’ 

ক্লিন ফিড বাস্তবায়ন করার জন্য জেলা প্রশাসকদের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘দেশে যেভাবে তারা মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এখনো তাদের নজর রাখতে বলেছি। তারা যেন টেলিভিশন চ্যানেল হিসেবে কোনো বিজ্ঞাপন, অনুষ্ঠান বা খবর প্রচার না করে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত