Ajker Patrika

সাবেক পাটমন্ত্রী দস্তগীর গাজী ৬ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সাবেক পাটমন্ত্রী দস্তগীর গাজী ৬ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র রোমান মিয়া নিহতের ঘটনায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রশীদ রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সাবেক এই মন্ত্রীকে আদালতে আনা–নেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে বিএনপি কর্মী সমর্থক ও বিএনপিপন্থী আইনজীবীরা।

গতকাল শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

এর আগে ২০ আগস্ট নিহত স্কুলছাত্রের খালা রিনা খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে বিসিবি পরিচালক গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র-জনতার মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকায় হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। গুলিতে আহত হয় রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত