Ajker Patrika

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইমতিয়াজ আহমেদ কাউসার (২৯) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যার অভিযোগ উঠেছে। স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার জের ধরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে তিনি ফাঁস নিয়েছেন বলে দাবি করেছে পরিবার। 

আজ রোববার সকালে উপজেলার তাড়াব পৌরসভার উত্তরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। 

নিহত কাউসার একই এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি একই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। 

পরিবারের বরাত দিয়ে এসআই শহিদুল ইসলাম বলেন, ‘গত শনিবার রাতে স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় কাউসারের। অভিমান করে শোয়ার ঘর থেকে বেরিয়ে গেস্ট রুমে গিয়ে ঘুমিয়ে পরেন। সকালে তাঁকে ডাকাডাকি করলে তিনি সাড়া দিচ্ছিলেন না। পরে সকাল ৯টার দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিংফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে থানা-পুলিশকে বিষয়টি অবগত করেন তারা। 

এসআই আরও বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পরিবার বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত