Ajker Patrika

নরসিংদীতে করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ১২৩

প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীতে করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ১২৩

নরসিংদীতে একদিনে করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৬৭৭ জনে। মোট মৃত্যু সংখ্যা ৭৫ জনে। জেলা সিভিল সার্জন অফিসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৮৩ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ১২৩ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৩২ শতাংশ। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৫৫ জন, রায়পুরায় ২ জন, বেলাবতে ১৭ জন, মনোহরদীতে ১৫ জন, শিবপুরে ২১ জন ও পলাশে ১৩ জন। 

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪ হাজার ২১৮ জন, শিবপুরে ৮৮৬ জন, পলাশে ১ হাজার ২২৮ জন, মনোহরদীতে ৪১৮ জন, বেলাবতে ৫০২ জন ও রায়পুরাতে ৪২৫ জন। 

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৮ হাজার ৯০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ১৯০ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৭০ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ১২০ জন। 

নতুন করে গত একদিনে শিবপুরে ১ জন ও বেলাব উপজেলার ১ জনের মৃত্যুসহ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৫, পলাশে ৭ জন, বেলাবতে ৮ জন, রায়পুরায় ৯ জন, মনোহরদীতে ৬ জন ও শিবপুরে ১০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত