Ajker Patrika

২৪ ঘণ্টায় আরও ৬৪ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৪ ঘণ্টায় আরও ৬৪ ডেঙ্গু রোগী ভর্তি

দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই থামছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৪ জন। আগের দিন ভর্তি হয়েছিলেন ৬১ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৬৪ জন। এদের মধ্যে ঢাকায় ৫৮ জন এবং বাইরে ৬ জন। আগের দিন শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ৬১ জন। এদের মধ্যে ঢাকায় ৫৮ জন এবং বাইরে ছিল তিনজন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩১১ জন। আগের দিনও একই পরিমাণ রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৪১ জন এবং বাইরে ৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হন দুই হাজার ৪৩০ জন। এদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় দুই হাজার ৬৭ জন এবং বাইরে ৩৬৩ জন। অর্থাৎ শতকরা প্রায় ৮৫ শতাংশ রোগী রাজধানী ঢাকার।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত মোট রোগী ছাড়পত্র নিয়েছে দুই হাজার ১১১ জন। এদের মধ্যে ঢাকায় নিয়েছেন এক হাজার ৮২৩ জন এবং বাইরে ২৮৮ জন। মোট মৃত্যু হয়েছে ৮ জনের। এদের মধ্যে চলতি মাসে সাতজন ও গত মাসে ছিল একজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ২৮ দিনে এক হাজার ৩৪১ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। আর জুনে মৃত্যু হয়েছিল একজনের। এ নিয়ে মোট মারা গেলেন আটজন রোগী।

কীটতত্ত্ববিদদের ধারণা, ডেঙ্গুর প্রকোপ আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত