Ajker Patrika

হাসিনার উদ্দেশ্য ছিল অর্থ পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা: মামুনুল হক

কিশোরগঞ্জ প্রতিনিধি
হাসিনার উদ্দেশ্য ছিল অর্থ পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা: মামুনুল হক

খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘হাসিনার উদ্দেশ্য ছিল অর্থ পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা। তাঁর প্রধান বৈশিষ্ট্য ছিল প্রতিশোধের রাজনীতি। তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের ওপর। তাঁর দোসররা রাতের বেলা কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের ছোবল মারত।’

গতকাল শনিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

খেলাফত মজলিশের মহাসচিব বলেন, ‘বাংলাদেশে স্বাধীন পাঠ্যক্রম নেই। পরাধীন এ পাঠ্যক্রম আমরা চাই না। ইসলামি চিন্তাবিদদের দিয়ে নতুন করে পাঠ্যসূচি প্রণয়ন করতে হবে। নইলে আমরা আবার শাপলা চত্বরে যাব। সমকামিতার স্থান এ দেশে হবে না।’

খেলাফত মজলিশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করীমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী ও সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফজলুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত