নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীদের ছোড়া গুলিতে রেস্তোরাঁর বাবুর্চি গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে তারাব পৌরসভার বরপা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত বাবুর্চির নাম বিল্লাল হোসেন (৫১)। তিনি সংঘর্ষে জড়ানো যুবলীগ নেতার পারিবারিক মালিকানাধীন রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। সংঘর্ষে আরও চারজন আহত হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষকে কেন্দ্র পৌর যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বায়েজিত সাউদ ও ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এক পর্যায় গোলাগুলি শুরু হলে পুরো তারাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।
ঘটনার বিবরণ দিয়ে বায়েজিদ সাউদের চাচাতো ভাই ইউসুফ সাউদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে পৌর ছাত্রলীগের সদস্য রিফাতের সঙ্গে একটি মাইক্রোবাসের ধাক্কা লাগে। রিফাত সেই চালককে নামিয়ে বেধড়ক মারধর করে। এ নিয়ে বিকেলে বিচার বসে বায়েজিদ সাউদ ও রিফাতের লোকজন। সেখানে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পৌর ছাত্রলীগ কর্মী রিফাত, সিফাত বিষয়টি উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ রিয়াজকে জানায়। রিয়াজের জন্য অপেক্ষা করতে বায়েজিদ সাউদ ও তাঁর অনুসারীরা প্রিন্স রেস্তোরাঁয় অবস্থান নিলে হঠাৎ রিয়াজের নেতৃত্বে রেস্তোরাঁয় আক্রমণ চালায় ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় গোলাগুলি শুরু করলে রেস্তোরাঁর বাবুর্চি বিল্লাল গুলিবিদ্ধ হন। আহত হয় আফজাল, আশরাফুল, কামাল, মাসুদ। বিল্লালকে প্রথমে ইউএস বাংলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
রেস্তোরাঁটির মালিক নাদিম সাউদ জানান, ছাত্রলীগের নেতা–কর্মীরা ঢুকেই ভাঙচুর ও মারধর শুরু করে। ভেতরে বায়েজিদ সাউদকে দেখে গুলি ছোড়া শুরু করে। একপর্যায়ে তাদেরই কারোর ছোড়া গুলিতে আহত হয় বাবুর্চি বিল্লাল।
সংঘর্ষে বিষয়ে পৌর যুবলীগের ত্রাণ সম্পাদক বায়েজিদ সাউদ বলেন, সিফাতের বাইকে আমাদের শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আলীর মাইক্রোর সঙ্গে ধাক্কা লাগে। মোহাম্মদ আলী আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে মীমাংসার চেষ্টা করি। কিন্তু তানজির আহমেদ রিয়াজের লোকজন অতর্কিত আমাদের হামলা চালায়।
এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি মুঠোফোন কল রিসিভ করেননি।
গুলিবিদ্ধ ব্যক্তির বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘রূপগঞ্জ থেকে বিল্লাল নামে এক ব্যক্তি কোমরে গুলিবিদ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। ঘটনাটি রূপগঞ্জ থানা-পুলিশকে জানানো হয়েছে।’
এই বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। এই বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীদের ছোড়া গুলিতে রেস্তোরাঁর বাবুর্চি গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে তারাব পৌরসভার বরপা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত বাবুর্চির নাম বিল্লাল হোসেন (৫১)। তিনি সংঘর্ষে জড়ানো যুবলীগ নেতার পারিবারিক মালিকানাধীন রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। সংঘর্ষে আরও চারজন আহত হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষকে কেন্দ্র পৌর যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বায়েজিত সাউদ ও ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এক পর্যায় গোলাগুলি শুরু হলে পুরো তারাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।
ঘটনার বিবরণ দিয়ে বায়েজিদ সাউদের চাচাতো ভাই ইউসুফ সাউদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে পৌর ছাত্রলীগের সদস্য রিফাতের সঙ্গে একটি মাইক্রোবাসের ধাক্কা লাগে। রিফাত সেই চালককে নামিয়ে বেধড়ক মারধর করে। এ নিয়ে বিকেলে বিচার বসে বায়েজিদ সাউদ ও রিফাতের লোকজন। সেখানে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পৌর ছাত্রলীগ কর্মী রিফাত, সিফাত বিষয়টি উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ রিয়াজকে জানায়। রিয়াজের জন্য অপেক্ষা করতে বায়েজিদ সাউদ ও তাঁর অনুসারীরা প্রিন্স রেস্তোরাঁয় অবস্থান নিলে হঠাৎ রিয়াজের নেতৃত্বে রেস্তোরাঁয় আক্রমণ চালায় ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ সময় গোলাগুলি শুরু করলে রেস্তোরাঁর বাবুর্চি বিল্লাল গুলিবিদ্ধ হন। আহত হয় আফজাল, আশরাফুল, কামাল, মাসুদ। বিল্লালকে প্রথমে ইউএস বাংলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
রেস্তোরাঁটির মালিক নাদিম সাউদ জানান, ছাত্রলীগের নেতা–কর্মীরা ঢুকেই ভাঙচুর ও মারধর শুরু করে। ভেতরে বায়েজিদ সাউদকে দেখে গুলি ছোড়া শুরু করে। একপর্যায়ে তাদেরই কারোর ছোড়া গুলিতে আহত হয় বাবুর্চি বিল্লাল।
সংঘর্ষে বিষয়ে পৌর যুবলীগের ত্রাণ সম্পাদক বায়েজিদ সাউদ বলেন, সিফাতের বাইকে আমাদের শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আলীর মাইক্রোর সঙ্গে ধাক্কা লাগে। মোহাম্মদ আলী আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে মীমাংসার চেষ্টা করি। কিন্তু তানজির আহমেদ রিয়াজের লোকজন অতর্কিত আমাদের হামলা চালায়।
এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি মুঠোফোন কল রিসিভ করেননি।
গুলিবিদ্ধ ব্যক্তির বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘রূপগঞ্জ থেকে বিল্লাল নামে এক ব্যক্তি কোমরে গুলিবিদ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। ঘটনাটি রূপগঞ্জ থানা-পুলিশকে জানানো হয়েছে।’
এই বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। এই বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
১৭ মিনিট আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১১ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১১ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১১ ঘণ্টা আগে