Ajker Patrika

ঘন কুয়াশায় পদ্মা সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ, মহাসড়কে দীর্ঘ যানজট

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৪: ০২
ঘন কুয়াশায় পদ্মা সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ, মহাসড়কে দীর্ঘ যানজট

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পদ্মা সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে শ্রীনগর উপজেলার সমষপুর পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে) দীর্ঘ তিন কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। 

ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে পদ্মা সেতুর টোলপ্লাজায় ছয়টি বুথের মধ্যে চারটি বুথ বন্ধ করে দেওয়া হয়। দুটি বুথে টোল নেওয়ায় গাড়ি দুটি লাইনে চলে সকাল ১০টা পর্যন্ত। টোল আদায়ে ধীরগতির কারণেই  মূলত যানজটের সৃষ্টি হয়। 

পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে রাত ২টার দিকে দুটি লেনের মাধ্যমে টোল আদায় করা হচ্ছিল। কুয়াশার প্রকট কিছুটা কমলে সকাল ১০টা থেকে ফের চারটি লেনের মাধ্যমে টোল আদায় শুরু করা হয়। ঘন কুয়াশার কারণেই কয়েক কিলোমিটারজুড়ে গাড়ি ধীরগতিতে চলেছে। 

মাওয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল হায়দার জানান, সকাল থেকে বেশ কুয়াশা ছিল। পদ্মা সেতুর টোলপ্লাজায় রাত থেকে গাড়ি নিয়ন্ত্রণে টোলের বুথ কমিয়ে দেওয়া হয়। এতেই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

ঘন কুয়াশায় যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি সঠিক জানিয়ে পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার বলেন, ‘বঙ্গবন্ধু সেতুতে ঘন কুয়াশায় যান চলাচল বন্ধ থাকে। তবে আমরা এখনো পদ্মা সেতুতে পুরোপুরি যান চলাচল বন্ধ করিনি। টোলপ্লাজায় বুথ কমিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়। নয়তো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হলে যান চলাচল বন্ধ রাখার কথা। বিকল্প কোনো উপায় বর্তমানে আমাদের কাছে নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত