নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরের একটি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার টোটাল ফ্যাশন লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় বেতন–বোনাসের দাবিতে শ্রমিকেরা এক ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আজ বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন। তাতে সড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মাসের বেতন ও আসন্ন ঈদের বোনাস পরিশোধ না করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সকালে কাজে যোগ দিয়ে কর্তৃপক্ষের কাছে বেতন–বোনাসের বিষয়ে জানতে চান শ্রমিকেরা। এ সময় কারখানার হিসাব বিভাগ বেতন কবে দেওয়া হবে তা বলতে না পারায় শ্রমিকেরা সড়কে নেমে আসেন।
টোটাল ফ্যাশনের শ্রমিক ওসমান গনি বলেন, ‘সকালে বেতন–বোনাসের কথা জিজ্ঞাসা করার পর কারখানার কর্মকর্তারা কিছু বলতে পারেনি। আগেও বেতন–বোনাস নিয়ে গড়িমসি করেছে তারা। কয়েক দিন পর ঈদ, এখনো যদি বেতন না পাই, তাহলে আমরা কীভাবে কী করব?’
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন। পরে বন্দর থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন।
ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‘আমি সাড়ে ১১টার দিকে কারখানার সামনে গিয়ে দেখি শ্রমিকেরা
সড়ক বন্ধ করে রেখেছে। কথা বলে জানতে পারি, তারা গত মে মাসের বেতন ও ঈদের বোনাসের জন্য আন্দোলন করছে। কারখানার মালিকদের সঙ্গে আলাপ করার পর তারা জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন–বোনাস পরিশোধ করে দেবে।’
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধ করলেও কোনো ভাঙচুর বা সহিংসতা হয়নি। মালিকপক্ষ আমাদের জানিয়েছে, আজ বেতন ও আগামীকাল বোনাস পরিশোধ করবে।’
নারায়ণগঞ্জের বন্দরের একটি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার টোটাল ফ্যাশন লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় বেতন–বোনাসের দাবিতে শ্রমিকেরা এক ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আজ বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন। তাতে সড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মাসের বেতন ও আসন্ন ঈদের বোনাস পরিশোধ না করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সকালে কাজে যোগ দিয়ে কর্তৃপক্ষের কাছে বেতন–বোনাসের বিষয়ে জানতে চান শ্রমিকেরা। এ সময় কারখানার হিসাব বিভাগ বেতন কবে দেওয়া হবে তা বলতে না পারায় শ্রমিকেরা সড়কে নেমে আসেন।
টোটাল ফ্যাশনের শ্রমিক ওসমান গনি বলেন, ‘সকালে বেতন–বোনাসের কথা জিজ্ঞাসা করার পর কারখানার কর্মকর্তারা কিছু বলতে পারেনি। আগেও বেতন–বোনাস নিয়ে গড়িমসি করেছে তারা। কয়েক দিন পর ঈদ, এখনো যদি বেতন না পাই, তাহলে আমরা কীভাবে কী করব?’
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন। পরে বন্দর থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন।
ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‘আমি সাড়ে ১১টার দিকে কারখানার সামনে গিয়ে দেখি শ্রমিকেরা
সড়ক বন্ধ করে রেখেছে। কথা বলে জানতে পারি, তারা গত মে মাসের বেতন ও ঈদের বোনাসের জন্য আন্দোলন করছে। কারখানার মালিকদের সঙ্গে আলাপ করার পর তারা জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন–বোনাস পরিশোধ করে দেবে।’
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধ করলেও কোনো ভাঙচুর বা সহিংসতা হয়নি। মালিকপক্ষ আমাদের জানিয়েছে, আজ বেতন ও আগামীকাল বোনাস পরিশোধ করবে।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১২ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৪০ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে