নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয় ডাকাতেরা। এরপর পালানোর সময় বাধা দিলে একটি কারখানার নিরাপত্তাকর্মীর ওপর হামলা করে তারা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। আজ রোববার ভোরে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া এলাকায় এই ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নিরাপত্তাকর্মীর নাম আব্দুল কাদের (৫৮)। তিনি কুটুরিয়ার ‘নীট ২০০৭’ লিমিটেড নামের একটি কারখানায় চাকরি করতেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।
স্থানীয় বাসিন্দা মজিবর দেওয়ান জানান, রোববার ভোর ৪টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাঁর ভাই আমির দেওয়ানসহ পাশের মামুন দেওয়ান ও মালেক দেওয়ানের বাড়িতে হামলার চেষ্টা করে। মামুন দেওয়ান ও মালেক দেওয়ানের বাড়িতে ঢুকতে না পারলেও ডাকাতেরা চারতলা বাড়ির তৃতীয় তলার গ্রিল কেটে আমির দেওয়ানের ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
মজিবর দেওয়ান আরও জানান, চিৎকার শুনে তিনিও কয়েক শ গজ দূরে থাকা তাঁর বাড়ি থেকে বের হয়ে ডাকাতদের কবল থেকে ভাইয়ের পরিবারকে রক্ষায় লাইসেন্স করা শটগান থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় ডাকাতেরা বিপদ বুঝে পাল্টা গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী আব্দুল কাদের এক ডাকাতকে ধরে ফেলেন। অন্য ডাকাতেরা তাঁর ওপর হামলা করে ওই ডাকাতকে মুক্ত করে পালিয়ে যায়।
নীট ২০০৭ লিমিটেডের মার্কেটিং কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘আজ রোববার ভোরে ডাকাতের হামলায় আমাদের কারখানার নিরাপত্তাকর্মী আব্দুল কাদের আহত হন। তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘কাদেরকে আজ ভোর ছয়টার দিকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তাঁর চোখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘আজ রোববার ভোরে কুটুরিয়ায় ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতের হামলায় পাশের একটি কারখানার নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তবে গুলি, নাকি ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’
ঢাকার আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয় ডাকাতেরা। এরপর পালানোর সময় বাধা দিলে একটি কারখানার নিরাপত্তাকর্মীর ওপর হামলা করে তারা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। আজ রোববার ভোরে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া এলাকায় এই ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নিরাপত্তাকর্মীর নাম আব্দুল কাদের (৫৮)। তিনি কুটুরিয়ার ‘নীট ২০০৭’ লিমিটেড নামের একটি কারখানায় চাকরি করতেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।
স্থানীয় বাসিন্দা মজিবর দেওয়ান জানান, রোববার ভোর ৪টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাঁর ভাই আমির দেওয়ানসহ পাশের মামুন দেওয়ান ও মালেক দেওয়ানের বাড়িতে হামলার চেষ্টা করে। মামুন দেওয়ান ও মালেক দেওয়ানের বাড়িতে ঢুকতে না পারলেও ডাকাতেরা চারতলা বাড়ির তৃতীয় তলার গ্রিল কেটে আমির দেওয়ানের ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
মজিবর দেওয়ান আরও জানান, চিৎকার শুনে তিনিও কয়েক শ গজ দূরে থাকা তাঁর বাড়ি থেকে বের হয়ে ডাকাতদের কবল থেকে ভাইয়ের পরিবারকে রক্ষায় লাইসেন্স করা শটগান থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় ডাকাতেরা বিপদ বুঝে পাল্টা গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী আব্দুল কাদের এক ডাকাতকে ধরে ফেলেন। অন্য ডাকাতেরা তাঁর ওপর হামলা করে ওই ডাকাতকে মুক্ত করে পালিয়ে যায়।
নীট ২০০৭ লিমিটেডের মার্কেটিং কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘আজ রোববার ভোরে ডাকাতের হামলায় আমাদের কারখানার নিরাপত্তাকর্মী আব্দুল কাদের আহত হন। তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘কাদেরকে আজ ভোর ছয়টার দিকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তাঁর চোখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘আজ রোববার ভোরে কুটুরিয়ায় ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতের হামলায় পাশের একটি কারখানার নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তবে গুলি, নাকি ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১১ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে