Ajker Patrika

বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩১, মাইলস্টোন-সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেনা-পুলিশের সংঘর্ষ

১৯: ২২

বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘২৪ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। ২৪ জুলাই স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’

রুটিন অনুযায়ী ওই দিন (২৪ জুলাই) অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে মঙ্গলবারের পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

১৯: ০৫

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ত্রুটি বা গাফিলতি পেলে ব্যবস্থা: বিমানবাহিনীর প্রধান

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কোথাও কোনো ত্রুটি বা গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকার কুর্মিটোলা বিমানঘাঁটির এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত ফিউনারেল প্যারেডে তিনি এসব কথা বলেন।

বিমানবাহিনীর প্রধান বলেন, ‘এই ঘটনায় ইতোমধ্যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁরা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন করবে। যদি কোথাও কোনো ত্রুটি বা গাফিলতি থেকে থাকে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

প্যারেড গ্রাউন্ডে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যরা অশ্রুসিক্ত নয়নে তৌকিরকে বিদায় জানান। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শ্রদ্ধা জানান।

১৬: ৪২

পুলিশ ও সেনা সদস্যদের ধাওয়া

পুলিশ ও সেনা সদস্যদের ধাওয়া
সচিবালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর করে শিক্ষার্থীরা। লাঠিচার্জ করে পুলিশ ও সেনা সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

পুলিশ এবং সেনা সদস্যের ধাওয়া খেয়ে সচিবালয় থেকে বেরিয়ে গেছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

তবে এর আগে সচিবালয়ের ৭ নম্বর ভবনের সামনে দাঁড় করিয়ে রাখা গাড়িগুলো ভাঙচুর করেছে তারা। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।

দুপুরের দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ সহকারে সচিবালয়ে অভিমুখে যাত্রা করে। একপর্যায়ে সচিবালের ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। এ সময় পুলিশের ব্যাপক লাঠিচার্জে অনেকে আহত হয়।

বিকেল সাড়ে ৪টার পর থেকে সচিবালয়ের সামনের সড়কে যানবাহন স্বাভাবিক হয়।

১৬: ৩২

শিক্ষাসচিব প্রত্যাহার

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।

আজ মঙ্গলবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন।

১৬: ১২

শিক্ষার্থীদের সরাতে সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি

পুলিশ এবং সেনা সদস্যরা যৌথভাবে ধাওয়া দিয়ে সচিবালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে। এ সময় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনে

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী দুটি ফাঁকা গুলি ছুড়েছে।

১৬: ০৩

সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ

সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ
সচিবালয়ের ভেতরে ঢুকে পড়লে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সচিবালয়ের এক নম্বর গেটের ভেতরে ঢুকে পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করেছে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কয়েকটি গাড়িও ভাঙচুর করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর তাদের পিটিয়ে বের করে দেয়।

১৫: ৫৬

মাইলস্টোনে অবরুদ্ধ দুই উপদেষ্টা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। পুলিশের সহায়তায় তাঁরা ক্যাম্পাস বেরিয়ে এলেও প্রধান ফটকের সামনে মূল সড়কে ওঠার সময় আবার অবরুদ্ধ হয়ে পড়েছেন।

১৫: ০৭

মাইলস্টোনে নিহতদের দাফনে জায়গা নির্ধারণ করে দিলেন প্রধান উপদেষ্টা

মাইলস্টোনে নিহতদের দাফনে জায়গা নির্ধারণ করে দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের কবরস্থ করার জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটে উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশন কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এই কবরস্থান তাঁদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে প্রেস উইং থেকে।

১৪: ২৮

নিহতের সংখ্যা বেড়ে ৩১

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

১৪: ২৬

সচিবালয়ের সামনে বিক্ষোভ

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে একটি বিক্ষোভ সচিবালয় অভিমুখে যাত্রা করেছে। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে ভাঙচুর চালায় তারা।

১৩: ৩৪

শিক্ষার্থীদের ৬ দফা মেনে নিয়েছে সরকার

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজে এ তথ্য জানান।

শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে— নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

১৩: ০৯

এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই ভয়াবহ বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

১২: ১০

মাইলস্টোনে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাইলস্টোনে শিক্ষার্থীদের বিক্ষোভ
মাইলস্টোনে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দুজন উপদেষ্টা কলেজ পরিদর্শনে যান। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ধরেন। শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার পরে কলেজের  ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাঁদের সঙ্গে কলেজের শিক্ষকেরাও ছিলেন। সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাঁদের আলোচনা চলছে। বাইরে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছে।

১১: ১৭

দুপুর ২টার পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার দুপুর ২টার পর থেকে বন্ধ থাকবে উচ্চ আদালতের বিচারকাজ। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

১১: ১৬

হতাহতের তথ্য গোপনের সুযোগ নেই

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের অনেকের লাশ খালি চোখে শনাক্ত করা যাচ্ছে না। তাই পুলিশ সেসব লাশ শনাক্তে ডিএনএ প্রোফাইল করার সিদ্ধান্ত নিয়েছে।

আহত-নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সেনাবাহিনী প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। হতাহতের তথ্য গোপনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

০৯: ২৯

নিহত ২৭ জনের মধ্যে ২৫টিই শিশু

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান বলেন, এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ১০ জনের মৃত্যু হয়েছে। সিএমএইচ—এ সব মিলিয়ে ১৫ জন মারা গেছেন। এ ছাড়া, ঢাকা মেডিকেলে ১ জন, ইউনাইটেডে ১ জনসহ সব মিলিয়ে ২৭ জন মারা গেছেন।

উত্তরা আধুনিক হাসপাতালে একটি দেহাবশেষ রয়েছে। তবে সেটি পূর্ণাঙ্গ মরদেহ নাকি অন্য কোনো লাশের অংশ সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। একজন শিক্ষিকা এবং একজন পাইলট।

০৯: ২৭

৬টি লাশ এবং একটি দেহাবশেষ শনাক্ত হয়নি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান বলেন, ‘২৭টি লাশের মধ্যে ২০টি লাশ হস্তান্তর করা হয়েছে। এখনো ৬টি লাশ এবং উত্তরা আধুনিক হাসপাতালে থাকা দেহাবশেষ শনাক্ত হয়নি। এগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।’

তিনি জানান, এই আহত ৭৮ জন রোগীর কেস সামারি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সেগুলো পর্যালোচনা করছেন। যদি তারা মনে করেন, এখান থেকে কাউকে পাঠানো প্রয়োজন, তাহলে সে ব্যবস্থা নেওয়া হবে।

০৯: ২৫

নিহত বেড়ে ২৭, লাশ হস্তান্তর ২০

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮ জন, তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

০২: ৫২

দগ্ধ ও আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান।

সোমবার রাত সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮৮ জন। তাঁদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।

তবে এর আগে আইএসপিআর মোট ১৭১ জনের হাসপাতালে ভর্তি থাকার তথ্য দিয়েছিল।

০০: ৫৬

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ২১, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ২১, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহরিন (৪৬) ও শিক্ষার্থী আফনান ফাইয়াজ (১৪)।

আজ সোমবার (২১ জুলাই) রাতে তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। এ নিয়ে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জন হলো।

ডা. শাওন আজকের পত্রিকাকে বলেন, আফনানের শরীরের ৯৫ শতাংশ ও মাহরিনের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। রাতে দুজনই মারা যান।

এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোট ৪ জন মারা গেল। আর মোট মৃত্যু বেড়ে হল ২১।

আর আগে বিকেল ৫টা ২৫ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ও ঢামেকে ৩ জনসহ মোট ২০ জনের মৃত্যুর খবর দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

১৯: ৫০

বিমানের ধ্বংসাবশেষ ভ্যানে, কলেজের উদ্ধারকাজ শেষ

বিমানের ধ্বংসাবশেষ ভ্যানে, কলেজের উদ্ধারকাজ শেষ

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি বিধ্বস্ত এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আজ সোমবার রাত ৮টা ৫০ মিনিট সেনাবাহিনীর কয়েকটি পিআপ ভ্যান ও কাভার্ডভ্যানে করে বিমানের ধ্বংসাবশেষ বের করে নিতে দেখা যায়।

বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়।

এই আকস্মিক দুর্ঘটনায় পাইলটসহ ১৯ জন নিহত এবং অন্তত ১৬৪ জন আহত হয়েছে।

১৯: ২৩

বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন পাইলট: আইএসপিআর

বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন পাইলট: আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার আগে দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম সেটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় পাইলটসহ ১৯ জন নিহত এবং অন্তত ১৬৪ জন আহত হয়েছে।

১৯: ১৬

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট তৌকির ইসলাম নিহত

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট তৌকির ইসলাম নিহত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে পাইলটকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করার কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

১৭: ৩২

হাসপাতালে হতাহতদের তালিকা

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন।

বিকেল ৫টার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়।

তালিকা অনুযায়ী, ১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই; জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ নিহত ২; সিএমএইচ-ঢাকায় আহত ১৪ ও নিহত ১১; কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত নেই নিহত ২; উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১১ ও নিহত ২; উত্তরা আধুনিক হসপিটাল আহত ৬০ ও নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ১, নিহত নেই।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন, এ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক।

১৭: ২৫

উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ ১২০

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিভিন্ন হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। এর মধ্যে উত্তরা আধুনিক হাসপাতালে ১২০ জন অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন। ওই হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক আকাশ সাংবাদিকদের বলেন, এখানে অগ্নিদগ্ধ ১২০ জন চিকিৎসা নিয়েছেন। বেশিরভাগেরই শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। বেশিরভাগেরই বয়স ১৪ থেকে ২০ বছর। এখানে দুই জন মারা গেছে। তার মধ্যে একজনের বয়স ১৫ বছর, আরেকজনের ২০ বছর।

১৬: ৫০

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিফিংয়ে এ তথ্য জানান।

উদ্ধারকাজ এখনো চলছে বলেও জানান তিনি।

১৬: ৩৯

বার্ন ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে।

হটলাইন নম্বর— 01949043697

১৬: ১৮

রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

১৬: ১৩

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ২৮ জনের নাম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বেলা সাড়ে ৩টা পর্যন্ত ২৮ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

ইনস্টিটিউটের ভর্তি তালিকায় ওই ২৮ জনের নাম রয়েছে। দগ্ধরা হলেন— শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) সামিয়া।

১৬: ০৫

দুর্ঘটনায় সময় ভবনটিতে ১০০-১৫০ শিক্ষার্থী ছিল

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি একটি শ্রেণিকক্ষের ওপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভবনটিতে আগুন ধরে যায়।

শিক্ষাপ্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে কোচিং ক্লাস চলছিল। এই সময় প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

১৬: ০০

জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

এর আগে ফায়ার সার্ভিস একজনের মৃত্যুর খবর জানিয়েছে।

১৫: ৫২

আহতদের তিনটি হাসপাতালে নেওয়া হচ্ছে

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে আহতদের মূলত তিনটি হাসপাতালে নেওয়া হচ্ছে। এর মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। কোনো শিক্ষার্থী নিখোঁজ থাকলে এই তিনটি হাসপাতালে খোঁজ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

১৫: ৪৮

জাতীয় বার্ন ইনস্টিটিউটে বাড়ছে দগ্ধ রোগী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান। এতে অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। একের পর এক দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে।

আজ সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত বার্ন ইউনিটে ২৮ জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী।

১৫: ৪১

বার্ন ইউনিটে ভর্তি ২৫ জন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

উদ্ধারকাজ চলছে। আহত ও দগ্ধ অনেককে উদ্ধার করা হয়েছে।

একের পর এক দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে। আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত সেখানে ২৫ জনকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী।

১৫: ৩১

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে প্রধান উপদেষ্টার শোক

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহত ও দগ্ধ অনেককে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

১৫: ১৭

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অন্তত ২০

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অন্তত ২০
বার্ন ইউনিটে আসছে একের পর এক দগ্ধ শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। বিমানটিতে আগুন ধরে যাওয়ায় অনেকে দগ্ধ হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অন্তত ২০ জনকে নেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই শিক্ষার্থী।

১৫: ১৫

উদ্ধারকাজে ৮টি ইউনিট ও ২ প্লাটুন বিজিবি

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের অন্তত ৯টি ইউনিট এবং দুই প্লাটুন বিজিবি উদ্ধারকাজে অংশ নিয়েছে।

১৫: ১৩

বিমানটি আছড়ে পড়েছে স্কুলের ভবনে

মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল আজকের পত্রিকা'কে বলেন, ‘বিদ্যালয় শাখার ক্যানটিন লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো শিক্ষার্থী হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বিমানটি যেখানে আছড়ে পড়েছে, সেই ভবনে এখনো আগুন জ্বলছে৷ আহত ব্যক্তিদের বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

অনেক হতাহত রয়েছে বলে আশঙ্কা তাঁদের।

১৫: ১০

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে একজনের মৃত্যুর খবর

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজ চলছে।