Ajker Patrika

আলফাডাঙ্গা পৌরসভায় পরিবেশবান্ধব সড়ক বাতি স্থাপন প্রকল্প

প্রতিনিধি
আলফাডাঙ্গা পৌরসভায় পরিবেশবান্ধব সড়ক বাতি স্থাপন প্রকল্প

আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার বিভিন্ন সড়কে প্রায় এক কোটি টাকা ব্যয়ে পরিবেশবান্ধব সৌর সড়ক বাতি স্থাপন প্রকল্পের কাজ শুরু হয়েছে। পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এ কাজে অর্থায়ন করছে। গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে আলফাডাঙ্গা পৌর এলাকায় সোলার স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের আওতায় পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ৭৫টি সড়ক বাতি স্থাপনে ব্যয় হবে ৯৯ লাখ ৭৪ হাজার ২৫০ টাকা।

আলফাডাঙ্গা পৌর সদরের আলফাডাঙ্গা সরকারি কলেজ রোডে আজ মঙ্গলবার এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. সাইফুর রহমান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, কাউন্সিলর আজিজুর রহমান তালুকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শরীফুল ইসলাম জানান, এই কাজের জন্য ঢাকার এশিয়ান এন্টারপ্রাইজকে গত ২ মে কার্যাদেশ দেওয়া হয়েছে। পরবর্তী এক বছরের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই সড়ক বাতি স্থাপনের কাজ শেষ করতে হবে। বাতিগুলো বিদ্যুৎ ব্যবহার ছাড়াই সূর্যের আলো থেকে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত