Ajker Patrika

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে বিজয় দিবস উদ্‌যাপিত

জাবি প্রতিনিধি 
বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যথাযোগ্য মর্যাদায় আজ মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

আজ সোমবার সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর উপাচার্য সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এ সময় উপাচার্য বলেন, ১৯৭১ এবং ২০২৪ সালের মধ্যে সাংঘর্ষিক কোনো অবস্থান নেই বরং চলমান প্রক্রিয়া। ১৯৭১ সালে আমরা মানচিত্র পেয়েছি। কিন্তু স্বাধীন বাংলাদেশে বৈষম্য ছিল, এর বিরুদ্ধে ২০২৪-এ ছাত্র জনতা আন্দোলন করেছে। তরুণদের পথ দেখালে তাঁরা সে পথে হাটতে পারে এবং তাঁদের লক্ষ্য অর্জনে তাঁরা কোনো দিন পিছপা হয়নি।

এর আগে ভোর সাড়ে ৬টার দিকে সূর্যোদয়ের সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান নতুন প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।

বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৯টার দিকে উপাচার্য কাপ হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বেগম সুফিয়া কামাল হল ৮-৩ গোলে নবাব ফয়জুন্নেসা হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বেলা ১১টার দিকে আ ফ ম কামাল উদ্দিন এবং শহীদ রফিক-জব্বার হলের মধ্যে চ্যান্সেলর কাপ ফুটবল (ছাত্র) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে আ ফ ম কামাল উদ্দিন হল ৪-৩ গোলে শহীদ রফিক-জব্বার হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ ছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ‘বাংলাদেশের অভ্যুদয়: স্বাধীনতা যুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি’ শিরোনামে পুস্তক, তথ্যচিত্র এবং আলোকচিত্র প্রদর্শন করা হয়। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে মহুয়া তলায় বিজয়ের গান শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে সেলিম আল-দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নতুন কলা ভবনে বই মেলার আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত