বেলাব (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ সেপ্টেম্বর এক ব্যবসায়ীকে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। এ ঘটনার ২ মাস ১৩ দিন পর আহত ওই ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা গেছেন। আজ শুক্রবার ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
জানা গেছে, এমদাদ মিয়া বটিবন্দ গ্রামের মৃত আ. হাইয়ের ছেলে। তিনি ওয়ার্কশপ দোকানের মালিক। এমদাদ হোসেনের শিশুছেলে ইমন মিয়ার সঙ্গে একই গ্রামের প্রবাসী আমির হোসেনের শিশুসন্তান আরিয়ানের ঝগড়া হয়। এ ঘটনার জেরে আরিয়ানের বড় ভাই এমদাদ হোসেনকে রড দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় এমদাদ মিয়াকে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার আরও অবনতি হলে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে এবং পরে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে এমদাদ হোসেনের মৃত্যু হয়।
এ ঘটনায় গত ৯ নভেম্বর বেলাব থানায় এমদাদের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে প্রবাসী আমির হোসেনের ছেলে আরমান, আমির হোসেনের দুই ভাই জামির হোসেন ও আনজু মিয়া এবং তজু মিয়ার ছেলে সোহেল মিয়াকে আসামি করে মামলা করেন। আসামিদের পরিবারের সবাই বর্তমানে পলাতক রয়েছেন।
নিহতের পরিবারের অভিযোগ, প্রথমে পুলিশ মামলা নিতে চায়নি। তাই দেড় মাস পর থানায় মামলা করতে হয়েছে। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, প্রথমে তাঁরা নিজেদের মধ্যে আপসের চেষ্টা করেছিলেন, কিন্তু আপস না হওয়ায় দেড় মাস পর তাঁরা মামলা করেন।
নিহতের স্ত্রী ও মামলার বাদী পারভীন আক্তার বলেন, ‘আমার স্বামীকে তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমনভাবে মারবে কল্পনাও করিনি। তাঁদের নির্মম মারধরের কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে। সরকারের কাছে দাবি, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের যেন কঠিন বিচার হয়।’
বেলাব থানার ওসি মো. শাফায়েত হোসেন পলাশ বলেন, যেহেতু এমদাদ হোসেন নামে ওই ব্যক্তি ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে মারা গেছেন। ওই হাসপাতাল শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। তাই শেরেবাংলা নগর থানার মাধ্যমে ময়নাতদন্ত করার পর সেই রিপোর্ট পেয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ সেপ্টেম্বর এক ব্যবসায়ীকে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। এ ঘটনার ২ মাস ১৩ দিন পর আহত ওই ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারা গেছেন। আজ শুক্রবার ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
জানা গেছে, এমদাদ মিয়া বটিবন্দ গ্রামের মৃত আ. হাইয়ের ছেলে। তিনি ওয়ার্কশপ দোকানের মালিক। এমদাদ হোসেনের শিশুছেলে ইমন মিয়ার সঙ্গে একই গ্রামের প্রবাসী আমির হোসেনের শিশুসন্তান আরিয়ানের ঝগড়া হয়। এ ঘটনার জেরে আরিয়ানের বড় ভাই এমদাদ হোসেনকে রড দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় এমদাদ মিয়াকে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার আরও অবনতি হলে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে এবং পরে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে এমদাদ হোসেনের মৃত্যু হয়।
এ ঘটনায় গত ৯ নভেম্বর বেলাব থানায় এমদাদের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে প্রবাসী আমির হোসেনের ছেলে আরমান, আমির হোসেনের দুই ভাই জামির হোসেন ও আনজু মিয়া এবং তজু মিয়ার ছেলে সোহেল মিয়াকে আসামি করে মামলা করেন। আসামিদের পরিবারের সবাই বর্তমানে পলাতক রয়েছেন।
নিহতের পরিবারের অভিযোগ, প্রথমে পুলিশ মামলা নিতে চায়নি। তাই দেড় মাস পর থানায় মামলা করতে হয়েছে। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, প্রথমে তাঁরা নিজেদের মধ্যে আপসের চেষ্টা করেছিলেন, কিন্তু আপস না হওয়ায় দেড় মাস পর তাঁরা মামলা করেন।
নিহতের স্ত্রী ও মামলার বাদী পারভীন আক্তার বলেন, ‘আমার স্বামীকে তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমনভাবে মারবে কল্পনাও করিনি। তাঁদের নির্মম মারধরের কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে। সরকারের কাছে দাবি, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের যেন কঠিন বিচার হয়।’
বেলাব থানার ওসি মো. শাফায়েত হোসেন পলাশ বলেন, যেহেতু এমদাদ হোসেন নামে ওই ব্যক্তি ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে মারা গেছেন। ওই হাসপাতাল শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। তাই শেরেবাংলা নগর থানার মাধ্যমে ময়নাতদন্ত করার পর সেই রিপোর্ট পেয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে