Ajker Patrika

‘আজ হামলা করার সাহস দেখায়নি ছাত্রলীগ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ২১: ৩৬
‘আজ হামলা করার সাহস দেখায়নি ছাত্রলীগ’

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীন ঈয়ামিন মোল্লা বলেছেন, ‘আজ ছাত্রলীগের কেউ হামলা করার সাহস দেখায়নি।’ আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দ্বিতীয় দিনের মতো কাওয়ালি গানের আসর শেষে আয়োজক কমিটির এ সদস্য এ কথা বলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালির আসরে ছাত্রলীগের নেতাদের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আজ কাওয়ালি গানের আয়োজন করে ‘সিলসিলা’। এতে ছাত্রলীগের হামলার শঙ্কা থাকলেও তেমন কিছু ঘটেনি। টিএসসিতে প্রায় দুই ঘণ্টা চলে এ আসর। ছিল না তেমন কোনো বাদ্যযন্ত্র। 

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীন ঈয়ামিন মোল্লা বলেন, ‘গতকালের হামলার পর আজ আবারও কাওয়ালির আয়োজন করা হয়েছিল। আমরা দুই ঘণ্টারও বেশি সময় কাওয়ালি গান গেয়েছি। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালির সংগঠন সিলসিলার সদস্যরা গান পরিবেশন করেন। আজ ছাত্রলীগে কেউ হামলা করার সাহস পায়নি।’ 

বীন ঈয়ামিন মোল্লা বলেন, ‘আমরা বলতে চাই এর পর হামলার মতো কোনো ঘটনা ঘটলে প্রক্টর অফিসে কাওয়ালির আয়োজন করা হবে। অতীতে অনেক হামলা হয়েছে; কিন্তু বিচার হয়নি। বিশ্ববিদ্যালয়ের এমন আচরণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ে তুলতে হলে সকল মতের কথা বলতে দিতে হবে; তাদের চিন্তা চেতনার চর্চার সুযোগ দিতে হবে।’ 

ছাত্রলীগের উদ্দেশ্য করে বীন ঈয়ামিন বলেন, ‘আমরা চাই না ছাত্রলীগ চিরতরে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ হয়ে যাক। আমরা চাই সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তাদের রাজনীতি করবে। কিন্তু ছাত্রলীগ যে ধারায় পরিচালিত হচ্ছে, এতে তারা শিক্ষার্থীদের মাঝে থেকে উঠে যাবে। তাদের রাজনীতির শিকড় উঠে যাবে।’ 

আজকের আয়োজনে ছাত্রলীগের পক্ষ থেকে কোনো হুমকি ছিল কি-না জানতে চাইলে ঈয়ামিন বলেন, ‘কেউ আমাদের এমন হুমকি দেয়নি। আমরা দুই ঘণ্টারও বেশি গান গেয়েছি।’ 

এর আগে গতকাল বুধবার হওয়া কাওয়ালি আসরে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ধিক্কার সমাবেশ’ শিরোনামে মানববন্ধনের আয়োজন করে একটি সংগঠন। কিন্তু পুলিশের বাধার মুখে সেই মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত