Ajker Patrika

খাল দখলে কাউন্সিলরদের সতর্ক করলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১: ১৭
খাল দখলে কাউন্সিলরদের সতর্ক করলেন মেয়র আতিক

ঢাকা: ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) খালগুলো পুনরুদ্ধারের কাজ চলমান। কোন কাউন্সিলর যদি অবৈধ খাল দখলের সাথে জড়িত থাকে তাহলে ডিএনসিসির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব‍্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ বুধবার সকালে কল‍্যাণপুর স্টর্ম ওয়াটার পাম্প এরিয়ায় চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, জলাবদ্ধতা সমাধানে পরিকল্পিত জলাধার খুবই প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় জমিও অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু অধিগ্রহণকৃত জমির উল্লেখযোগ্য অংশই অবৈধ দখলে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই তাঁদেরকে দখল ছাড়তে হবে অন‍্যথায় বিনা নোটিশে অভিযান করে অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে।

অবৈধ দখলদারদের বিরুদ্ধে এখনই সকলকে সোচ্চার হতে হবে উল্লেখ করে আতিক বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবৈধ দখলে থাকা সরকারি জমিগুলো উদ্ধার করে সেগুলোর যথাযথ ব‍্যবহার নিশ্চিত করা হবে।

মেয়র আরও বলেন, খালগুলো যখন ওয়াসার ব্যবস্থাপনায় ছিল তখন সেগুলো সঠিকভাবে পরিস্কার এবং রক্ষণাবেক্ষণ হয়নি। এরই মধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিস্কার কার্যক্রম শুরু করেছে, যা চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে ব্যবহারের জন্য সিটি কর্পোরেশন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। ফলে নগরীর জলাবদ্ধতা অনেকাংশেই হ্রাস করা সম্ভব হবে।

এছাড়া গাবতলীতে নির্মাণাধীন পরিচ্ছন্নতাকর্মী নিবাস পরিদর্শনকালে মেয়র বলেন, এ পনের তলা চারটি ভবন ছাড়াও চার তলার একটি স্কুল ভবন নির্মাণ করা হচ্ছে। এখানে টয়লেট, রান্নাঘর ও বারান্দাসহ ৭৮৪টি ফ্ল‍্যাটের প্রত‍িটিতে একটি করে পরিবারের আবাসনের ব‍্যবস্থা থাকবে। ফলে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা অনেকাংশেই হ্রাস পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত