Ajker Patrika

নিউমার্কেটে সংঘর্ষ নিয়ে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল আইনে মেয়র তাপসের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউমার্কেটে সংঘর্ষ নিয়ে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল আইনে মেয়র তাপসের মামলা

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে দুজনের নামে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার মেয়রের পক্ষে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন তাঁর ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম কবির। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোয় দুজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মেয়রের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম কবির মামলাটি করেছেন। মামলাটি তদন্তের জন্য সাইবার সেলে পাঠানো হবে। 

মামলার এজাহারে বলা হয়, মো. রাকিবুর রহমান ফাহিম ও তাজউদ্দীন আহমেদ রাসেল নামের দুই ব্যক্তি মেয়রের নামে ‘অত্যন্ত মানহানিকর’ বক্তব্যসহ ‘বাংলাদেশ টাইমস’ ও ‘আইনিউজ বিডি’ নামক দুটি ফেসবুক পেজের ভিডিও শেয়ার করেছেন। 

ডিএসসিসি মেয়রের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান মামলা প্রসঙ্গে বলেন, ঢাকা কলেজ ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে দুদিনব্যাপী সংঘর্ষ চলাকালে কয়েকজন ব্যক্তি বেশ কিছু আপত্তিকর ও মানহানিকর, মিথ্যা বক্তব্যের ভিডিও ও কমেন্ট প্রচার করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে উদ্দেশ্য করে এগুলো করা হয়েছে। এসব ভিডিও এবং কমেন্ট প্রচার করায় সামাজিক শান্তি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মেয়র মহোদয়ের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সম্মান হানি হয়েছে। এ ছাড়া মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া পোস্ট ও ভিডিও প্রকাশ করে জনসাধারণের মধ্যে বিদ্বেষ ছড়ানো ও এর মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা হয়েছে। 

মেজবাহুর রহমান বলেন, ‘এসব কার্যকলাপের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মহোদয়ের পক্ষ থেকে তাঁর ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম আজ শাহবাগ থানায় একটি এজাহার দায়ের করেন, যা পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে গ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত