Ajker Patrika

বঙ্গবন্ধু ছাত্র ও যুব সম্প্রদায়কে ভাষা আন্দোলনে সম্পৃক্ত করেন: ফজিলাতুন নেসা ইন্দিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু ছাত্র ও যুব সম্প্রদায়কে ভাষা আন্দোলনে সম্পৃক্ত করেন: ফজিলাতুন নেসা ইন্দিরা

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র ও যুব সম্প্রদায়কে ভাষা আন্দোলনে সম্পৃক্ত করেন। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন। এর মধ্য দিয়েই ১৯৫২ সালে অর্জিত হয় রাষ্ট্রভাষা বাংলা। আন্দোলন সংগ্রামে বাঙালিদের প্রথম বিজয় ছিল এটা।’ 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় এ সব কথা বলেন প্রতিমন্ত্রী। রাজধানীর দোয়েল চত্বরে শিশু একাডেমির সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। 

স্বাধীনতার পঞ্চাশ বছরেও সাম্প্রদায়িক শক্তি ও স্বাধীনতা বিরোধীরা সক্রিয় আছে বলে জানান প্রতিমন্ত্রী ইন্দিরা। নতুন প্রজন্মকে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান তিনি। 

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান প্রমুখ। 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন উপলক্ষে শিশু একাডেমির আয়োজনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান করেন। এ সময় শিশু একাডেমির শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত