ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিক্ষকদের ডিজিটাল হাজিরা মেশিন কিনেছেন ৬ হাজার টাকায়। অথচ বিল করেছেন ৯৪ হাজার টাকা। এক বছরে দৈনন্দিন খরচ দেখিয়ে ভাউচার করেছেন প্রায় ১৭ লাখ টাকা। এমন পাহাড়সম আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২৮ মার্চ প্রধান শিক্ষক ইউছুব আলীকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। এর আগে এই প্রধান শিক্ষকের নানা অনিয়মের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন করেছেন অভিভাবকেরা।
একাধিক লিখিত অভিযোগও দিয়েছিলেন উপজেলা প্রশাসনের কাছে। এবিষয়ে তদন্ত কমিটি ঘটনার সত্যতাও পান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯ মার্চ বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ও আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় আর্থিক অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানো নোটিশও দেওয়া হয়। কিন্তু প্রধান শিক্ষক ওই চিঠির কোনো পাত্তা না দিয়ে উলটো এক মাসের সময় চেয়ে আবেদন দেন।
বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, স্বেচ্ছাচারিতাসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৩০ জন শিক্ষার্থীর অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক মো. ইউছুব আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সালাহ উদ্দিন সরকার বলেন, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অভিভাবকসহ বিভিন্নজনের সঙ্গে অসদাচরণের কারণে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে এর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে। পরবর্তীতে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে বরখাস্তকৃত প্রধান শিক্ষক ইউছুব আলীর মোবাইল নম্বরে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, ‘উথলী কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ মর্মে তাঁর দপ্তরে একটি অনুলিপি দেয়া হয়েছে।’
শিক্ষকদের ডিজিটাল হাজিরা মেশিন কিনেছেন ৬ হাজার টাকায়। অথচ বিল করেছেন ৯৪ হাজার টাকা। এক বছরে দৈনন্দিন খরচ দেখিয়ে ভাউচার করেছেন প্রায় ১৭ লাখ টাকা। এমন পাহাড়সম আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২৮ মার্চ প্রধান শিক্ষক ইউছুব আলীকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। এর আগে এই প্রধান শিক্ষকের নানা অনিয়মের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন করেছেন অভিভাবকেরা।
একাধিক লিখিত অভিযোগও দিয়েছিলেন উপজেলা প্রশাসনের কাছে। এবিষয়ে তদন্ত কমিটি ঘটনার সত্যতাও পান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯ মার্চ বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ও আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় আর্থিক অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানো নোটিশও দেওয়া হয়। কিন্তু প্রধান শিক্ষক ওই চিঠির কোনো পাত্তা না দিয়ে উলটো এক মাসের সময় চেয়ে আবেদন দেন।
বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, স্বেচ্ছাচারিতাসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৩০ জন শিক্ষার্থীর অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক মো. ইউছুব আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সালাহ উদ্দিন সরকার বলেন, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অভিভাবকসহ বিভিন্নজনের সঙ্গে অসদাচরণের কারণে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে এর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে। পরবর্তীতে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে বরখাস্তকৃত প্রধান শিক্ষক ইউছুব আলীর মোবাইল নম্বরে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, ‘উথলী কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ মর্মে তাঁর দপ্তরে একটি অনুলিপি দেয়া হয়েছে।’
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৭ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৭ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে