জহিরুল আলম পিলু
বিএনপি–জামায়াতে ডাকা অবরোধের তৃতীয় ও শেষ দিনে রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক দেখা গেছে। আজ বৃহস্পতিবার আন্তজেলা বাস চলাচল কম থাকলেও, লোকাল সার্ভিসের বাস ছিল গতদিনের তুলনায় অনেক বেশি।
আজ সকাল থেকে রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, সায়েদাবাদসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, লেগুনা, সিএনজি চালিত অটো রিকশাসহ অন্যান্য যানবাহন চলছে স্বাভাবিক সময়ের মতো। ছিল ব্যক্তিগত গাড়িও। অন্যদিকে কমলাপুর-নারায়ণগঞ্জ লাইনের ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
জুরাইন রেলগেটে গিয়ে দেখা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ রোডের আনন্দ, বোরাক ও রাইদা পরিবহনসহ এদিক দিয়ে চলাচলরত বিভিন্ন রুটের যানবাহন চলাচল করছে। কিন্তু দক্ষিণ অঞ্চলের দূরপাল্লার বাস চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কিছু কম। এ ছাড়া কমলাপুর-নারায়ণগঞ্জ লাইনের ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। এ ব্যাপারে জুরাইন রেলগেটের দায়িত্বরত গেটম্যান সোহেল জানান, হরতাল ও তিন দিনের অবরোধে ট্রেন চলাচল ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক।
বোরাক পরিবহনের হেলপার আয়নাল জানান, গতকালের চেয়ে আজ অনেক গাড়ি রাস্তায় বের হয়েছে। তবে সকালে যাত্রীর চাপ বেশি থাকলেও, এখন একটু কম।
মতিঝিলগামী বাসের যাত্রী আসলাম বলেন, গতকালের তুলনায় আজকে যানবাহন বেশি থাকায় দুর্ভোগ কম হচ্ছে।
পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে যাওয়ার যাত্রী শিউলি আক্তার বলেন, গাড়ি কিছুটা কম থাকার কারণে রিকশা চালকেরা তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে।
এ দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে দেখা যায়, লোকাল বাসসহ অন্যান্য যানবাহন চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজটের। এ রুটে চলাচলরত শিকড় পরিবহনের চালক রুবেল বলেন, ভাই কত দিন বসে থাকব। পেট আছে, সংসার আছে। তাই বাধ্য হয়ে গাড়ি নিয়ে বের হয়েছি। তিনি আরও বলেন, ‘আমরা এ রকম হরতাল অবরোধ চাই না।’
অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সকাল থেকে পূর্বাঞ্চলের আন্তজেলার কিছু বাস ছেড়ে গেছে। অনেক বাস আবার ঢাকায়ও প্রবেশ করেছে।
যাত্রী কম হওয়ার কারণে বাসগুলো যেতে পারছে না বলে জানান চট্টগ্রামগামী বাসের চালক শাহ আলম। এ ব্যাপারে ঢাকা জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, গতকালের তুলনায় আজকে অবরোধের শেষ দিনে সকাল থেকে অনেক বাস চলাচল করছে। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। তবে এখন থেকে পরিবহন চলাচল আরও বেড়ে যাবে।
এ ব্যাপারে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, আন্তজেলা বাস চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু যাত্রী কিছুটা কম থাকায় বাসগুলো যেতে পারছে না। তবে অবরোধের তৃতীয় দিনে বাস চলাচল অনেকটাই বেড়েছে।
বিএনপি–জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের তৃতীয় দিনেও রাস্তায় দেখা যায়নি অবরোধের পক্ষের কাউকে। অন্যদিকে প্রতি দিনের মতোই রাজপথ ছিল আওয়ামী লীগের দখলে।
বিএনপি–জামায়াতে ডাকা অবরোধের তৃতীয় ও শেষ দিনে রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক দেখা গেছে। আজ বৃহস্পতিবার আন্তজেলা বাস চলাচল কম থাকলেও, লোকাল সার্ভিসের বাস ছিল গতদিনের তুলনায় অনেক বেশি।
আজ সকাল থেকে রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, সায়েদাবাদসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, লেগুনা, সিএনজি চালিত অটো রিকশাসহ অন্যান্য যানবাহন চলছে স্বাভাবিক সময়ের মতো। ছিল ব্যক্তিগত গাড়িও। অন্যদিকে কমলাপুর-নারায়ণগঞ্জ লাইনের ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
জুরাইন রেলগেটে গিয়ে দেখা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ রোডের আনন্দ, বোরাক ও রাইদা পরিবহনসহ এদিক দিয়ে চলাচলরত বিভিন্ন রুটের যানবাহন চলাচল করছে। কিন্তু দক্ষিণ অঞ্চলের দূরপাল্লার বাস চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কিছু কম। এ ছাড়া কমলাপুর-নারায়ণগঞ্জ লাইনের ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। এ ব্যাপারে জুরাইন রেলগেটের দায়িত্বরত গেটম্যান সোহেল জানান, হরতাল ও তিন দিনের অবরোধে ট্রেন চলাচল ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক।
বোরাক পরিবহনের হেলপার আয়নাল জানান, গতকালের চেয়ে আজ অনেক গাড়ি রাস্তায় বের হয়েছে। তবে সকালে যাত্রীর চাপ বেশি থাকলেও, এখন একটু কম।
মতিঝিলগামী বাসের যাত্রী আসলাম বলেন, গতকালের তুলনায় আজকে যানবাহন বেশি থাকায় দুর্ভোগ কম হচ্ছে।
পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে যাওয়ার যাত্রী শিউলি আক্তার বলেন, গাড়ি কিছুটা কম থাকার কারণে রিকশা চালকেরা তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে।
এ দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে দেখা যায়, লোকাল বাসসহ অন্যান্য যানবাহন চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজটের। এ রুটে চলাচলরত শিকড় পরিবহনের চালক রুবেল বলেন, ভাই কত দিন বসে থাকব। পেট আছে, সংসার আছে। তাই বাধ্য হয়ে গাড়ি নিয়ে বের হয়েছি। তিনি আরও বলেন, ‘আমরা এ রকম হরতাল অবরোধ চাই না।’
অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সকাল থেকে পূর্বাঞ্চলের আন্তজেলার কিছু বাস ছেড়ে গেছে। অনেক বাস আবার ঢাকায়ও প্রবেশ করেছে।
যাত্রী কম হওয়ার কারণে বাসগুলো যেতে পারছে না বলে জানান চট্টগ্রামগামী বাসের চালক শাহ আলম। এ ব্যাপারে ঢাকা জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, গতকালের তুলনায় আজকে অবরোধের শেষ দিনে সকাল থেকে অনেক বাস চলাচল করছে। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। তবে এখন থেকে পরিবহন চলাচল আরও বেড়ে যাবে।
এ ব্যাপারে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, আন্তজেলা বাস চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু যাত্রী কিছুটা কম থাকায় বাসগুলো যেতে পারছে না। তবে অবরোধের তৃতীয় দিনে বাস চলাচল অনেকটাই বেড়েছে।
বিএনপি–জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের তৃতীয় দিনেও রাস্তায় দেখা যায়নি অবরোধের পক্ষের কাউকে। অন্যদিকে প্রতি দিনের মতোই রাজপথ ছিল আওয়ামী লীগের দখলে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১০ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১১ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৮ মিনিট আগে