Ajker Patrika

এক মাসেও খোঁজ মেলেনি শিক্ষার্থীর

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২৫, ১৯: ২০
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন করে সহপাঠী ও এলাকাবাসী
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন করে সহপাঠী ও এলাকাবাসী

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের মফিজুর রহমান রোকন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাফিউন্নুর আকুঞ্জী শুভ (১৩) এক মাস ধরে নিখোঁজ। নিখোঁজ হওয়ার কিছুদিন পর তার বাবা শোয়েল আহমেদ আকুঞ্জী (সোহেল) বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এক মাসেও তাকে উদ্ধার করতে না পারায় আজ মঙ্গলবার তার সহপাঠী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। এ সময় বিক্ষুব্ধরা এক মাসেও একজন শিক্ষার্থীর হদিস না পাওয়ায় পুলিশের গাফিলতি আছে বলে উল্লেখ করেন। গাজিরচর আনন্দ বাজারে সহস্রাধিক সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা শোয়েল আহমেদ আকুঞ্জী মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে প্রশাসন ও সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমার ছেলে এক মাস আগে নিখোঁজ হয়। এক মাস পার হয়ে গেলেও অদ্যাবধি সে উদ্ধার হয়নি। ছেলেকে খুঁজে না পাওয়া যে কী জ্বালা আমার পরিবার বুঝছে। শুভকে খুঁজে পেতে অত্র এলাকার সংবাদকর্মী ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এ সময় তিনি প্রধান উপদেষ্টাসহ সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।’

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন গাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, নিখোঁজ ছাত্রের বাবা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েল আহমেদ আকুঞ্জী (সোহেল), গাজিরচর কৃষক দল সভাপতি খন্দকার আজিজুর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন বাবুল, হাসান বিপুল, জাসাসের পৌর নেতা মাহবুবুর রহমান নয়ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত