নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশান-১ নম্বরের একটি বাড়িতে শেষ রাতের দিকে অগ্নিকাণ্ডে কক্ষের ভেতরে আটকে থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন—ওবায়দুল হক ও তাঁর স্ত্রী জাহানারা বেগম। তাঁদের আনুমানিক বয়স ৭০ বছর।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের উদ্ধার করে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বিকেলে এ খবর নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাস।
তিনি জানান, শেষ রাতের দিকে গুলশান-১-এর ৭ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসাটির বেডরুমে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁরা মারা যান। শরীর দগ্ধ হওয়ার কোনো চিহ্ন ছিল না।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ৩টার দিকে ৭ নম্বর রোডের একটি ছয়তলা বাড়ির পঞ্চম তলার একটি বেডরুমে আগুন লাগে। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এ ঘটনায় বেডরুমে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছিল।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে জানা গেছে, দুপুরে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর গুলশান-১ নম্বরের একটি বাড়িতে শেষ রাতের দিকে অগ্নিকাণ্ডে কক্ষের ভেতরে আটকে থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন—ওবায়দুল হক ও তাঁর স্ত্রী জাহানারা বেগম। তাঁদের আনুমানিক বয়স ৭০ বছর।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের উদ্ধার করে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বিকেলে এ খবর নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাস।
তিনি জানান, শেষ রাতের দিকে গুলশান-১-এর ৭ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসাটির বেডরুমে ঘুমিয়ে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁরা মারা যান। শরীর দগ্ধ হওয়ার কোনো চিহ্ন ছিল না।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ৩টার দিকে ৭ নম্বর রোডের একটি ছয়তলা বাড়ির পঞ্চম তলার একটি বেডরুমে আগুন লাগে। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এ ঘটনায় বেডরুমে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছিল।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে জানা গেছে, দুপুরে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আবদুল হালিম বলেন, জামায়াত সরকার গঠন করলে কাউকে বোরকা পরতে বাধ্য করা হবে না। তবে শালীনতার বিষয়ে কথা বলা হবে এবং কর্মক্ষেত্রে নারীদের স্বাধীনতা সুরক্ষিত করা হবে।
১ সেকেন্ড আগেবান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় চান্দের গাড়ি উল্টে হ্লায়ইনু মারমা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এতে শিশুসহ পাঁচজন আহত হন। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে মেরাইপাড়াসংলগ্ন পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে ‘একঘরে’ করে রাখা এক দিনমজুর আব্দুল জলিল প্রামাণিককে মারধর করা হয়েছে। এতে তাঁর বাম হাত ভেঙে যায়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়। তবে এজাহারে একঘরে করে রাখার বিষয়টি উল্লেখ নেই।
১১ মিনিট আগেজুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে নির্বাচনের দিকে এগোনো সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৩১ মিনিট আগে