Ajker Patrika

মাদারীপুরে আগুনে পুড়ল ১৯ দোকান

মাদারীপুর প্রতিনিধি
আগুনে পুড়ছে দোকান। ছবি: আজকের পত্রিকা
আগুনে পুড়ছে দোকান। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারে আগুন লেগে ১৯টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে এই আগুনের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, শহরের পুরান বাজারে শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কাপড়, গার্মেন্টস, কসমেটিকস, সেনেটারিসহ ১৯টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

বিসমিল্লাহ কসমেটিকসের মালিক মো. স্বপন বলেন, ‘আমার দোকানে বিভিন্ন ধরনের কসমেটিকস ও চায়না ব্যাগ ছিল। সব পুড়ে গেছে। এতে আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।’

চায়না ব্যাগ হাউজের মালিক মো. জুয়েল মোল্লা বলেন, ‘আমার সব পুড়ে গেছে। এতে আমার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

সুমন ভ্যারাইটিসের মালিক সুমন মুন্সি বলেন, ‘আমার দোকানের কসমেটিকসসহ সব মালামাল পুড়ে গেছে। আমার ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে করে আমিসহ পুরো পরিবার পথে বসে গেছি।’

নাম না প্রকাশে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘এটা জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। এখানে বড় মসজিদে একটা পুকুর ছিল। তাও কয়েক বছর আগে ভরাট করা হয়েছে। সেটা ভরাট করার সময় আমরা বণিক সমিতিকে জানিয়েছিলাম। তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ পুকুরটি থাকলে এত ক্ষতি হতো না।’

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, বাণিজ্যিক এলাকা পুরানবাজার পানি সরবরাহ করতে দেরি হওয়ার আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুকুর-ডোবা ভরাট হওয়াই এর অন্যতম কারণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত