শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে বনভূমির মাটি কাটার অপরাধে দুজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার ভেরামতলি গ্রাম থেকে তাঁদের আটকের পর আদালত এ রায় দেন।
এর আগে ৪ ফেব্রুয়ারি একই অপরাধে তাঁদের মালিকানাধীন ১২টি ডাম্প ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসন। পরে মুচলেকা দিয়ে সেগুলো ছড়িয়ে নেন তাঁরা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পিরুজালি গ্রামের আব্দুল খালেক ব্যাপারীর ছেলে আরিফ হোসেন ব্যাপারী (৪০) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মনজুরুল ইসলাম (২৮)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। সঙ্গে ছিলেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা।
আদালত সূত্র জানায়, কয়েক ব্যক্তি কিছুদিন ধরে অবৈধভাবে বনভূমি ও ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করে আসছেন। তাতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। মাটি কাটা হচ্ছে এমন সংবাদে আজ (বৃহস্পতিবার) ভোরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ভেরামতলি এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে মাটি উত্তোলন, পরিবহনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় সেখান থেকে আরিফ হোসেন ব্যাপারী ও মনজুরুল ইসলামকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক)-এর (খ)/১৫ (১) ধারায় তাঁদের ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মাটি বহনকারী একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল আজকের পত্রিকাকে বলেন, ওই দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের শ্রেণি পরিবর্তনের কোনো অনুমতি না থাকলেও তাঁরা সেখান থেকে মাটি কাটছিলেন। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে বনভূমির মাটি কাটার অপরাধে দুজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার ভেরামতলি গ্রাম থেকে তাঁদের আটকের পর আদালত এ রায় দেন।
এর আগে ৪ ফেব্রুয়ারি একই অপরাধে তাঁদের মালিকানাধীন ১২টি ডাম্প ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসন। পরে মুচলেকা দিয়ে সেগুলো ছড়িয়ে নেন তাঁরা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পিরুজালি গ্রামের আব্দুল খালেক ব্যাপারীর ছেলে আরিফ হোসেন ব্যাপারী (৪০) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মনজুরুল ইসলাম (২৮)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। সঙ্গে ছিলেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা।
আদালত সূত্র জানায়, কয়েক ব্যক্তি কিছুদিন ধরে অবৈধভাবে বনভূমি ও ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করে আসছেন। তাতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। মাটি কাটা হচ্ছে এমন সংবাদে আজ (বৃহস্পতিবার) ভোরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ভেরামতলি এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে মাটি উত্তোলন, পরিবহনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় সেখান থেকে আরিফ হোসেন ব্যাপারী ও মনজুরুল ইসলামকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক)-এর (খ)/১৫ (১) ধারায় তাঁদের ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মাটি বহনকারী একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল আজকের পত্রিকাকে বলেন, ওই দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের শ্রেণি পরিবর্তনের কোনো অনুমতি না থাকলেও তাঁরা সেখান থেকে মাটি কাটছিলেন। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
সিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
২ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সঙ্গে যারা জড়িত, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে এর প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
৭ মিনিট আগেগোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
১৪ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
১ ঘণ্টা আগে