নারায়ণগঞ্জ প্রতিনিধি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আলাদা কোনো চেষ্টা নেই। এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে। বাংলাদেশের মতো এত ভালো সাম্প্রদায়িক সম্প্রতি আর কোথাও নেই। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলিম সবাই একসঙ্গে বসবাস করছে।’
আজ শনিবার বেলা পৌনে ১২টায় নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শনে এসে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্যবারের তুলনায় এবার নদীর পানি ভালো ছিল। এবার পুণ্যার্থীদের সংখ্যা বিগত বছরের তুলনায় অনেক বেশি। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তাব্যবস্থাও যথেষ্ট জোরদার। নিরাপত্তার পাশাপাশি এখানে স্বাস্থ্যসেবাও দেওয়া হচ্ছে। এখানে সবাই আমরা বাংলাদেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে উৎসব সুষ্ঠুভাবে পালনের জন্য কাজ করছি।
ধর্মীয় সম্প্রতি বজায় থাকলেও বিদেশের গণমাধ্যমে মিথ্যা প্রচারণা ও গুজব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘পরিস্থিতি খুবই ভালো। কেউ মিথ্যা সংবাদ ছড়ালে তা স্বাভাবিকভাবেই গুরুত্ব হারায়। কোথায় কী মিথ্যা বলল তা আমাদের দেখার বিষয় না। অনেকে মিথ্যা সংবাদ বলে পয়সা বেশি পায়। বিদেশি কিছু মিডিয়া এই কাজ করে। আপনাদের বলব আপনারা সত্যি সংবাদ প্রচার করবেন এটাই আপনাদের প্রতি অনুরোধ।’
লাঙ্গলবন্দ স্নানঘাট এলাকাকে কেন্দ্র করে পর্যটন এলাকা গড়ে তোলা যায় কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে কীভাবে এখানে প্রচলন কেন্দ্র তৈরি করা যায় কি না, সে বিষয়ে পরামর্শ করে আমরা কাজ করব। এটা হচ্ছে ধর্মীয় পর্যটনকেন্দ্র বা পুণ্যকেন্দ্র। কোনোভাবে যেন এখানকার ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আলাদা কোনো চেষ্টা নেই। এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে। বাংলাদেশের মতো এত ভালো সাম্প্রদায়িক সম্প্রতি আর কোথাও নেই। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-মুসলিম সবাই একসঙ্গে বসবাস করছে।’
আজ শনিবার বেলা পৌনে ১২টায় নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শনে এসে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্যবারের তুলনায় এবার নদীর পানি ভালো ছিল। এবার পুণ্যার্থীদের সংখ্যা বিগত বছরের তুলনায় অনেক বেশি। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তাব্যবস্থাও যথেষ্ট জোরদার। নিরাপত্তার পাশাপাশি এখানে স্বাস্থ্যসেবাও দেওয়া হচ্ছে। এখানে সবাই আমরা বাংলাদেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে উৎসব সুষ্ঠুভাবে পালনের জন্য কাজ করছি।
ধর্মীয় সম্প্রতি বজায় থাকলেও বিদেশের গণমাধ্যমে মিথ্যা প্রচারণা ও গুজব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘পরিস্থিতি খুবই ভালো। কেউ মিথ্যা সংবাদ ছড়ালে তা স্বাভাবিকভাবেই গুরুত্ব হারায়। কোথায় কী মিথ্যা বলল তা আমাদের দেখার বিষয় না। অনেকে মিথ্যা সংবাদ বলে পয়সা বেশি পায়। বিদেশি কিছু মিডিয়া এই কাজ করে। আপনাদের বলব আপনারা সত্যি সংবাদ প্রচার করবেন এটাই আপনাদের প্রতি অনুরোধ।’
লাঙ্গলবন্দ স্নানঘাট এলাকাকে কেন্দ্র করে পর্যটন এলাকা গড়ে তোলা যায় কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে কীভাবে এখানে প্রচলন কেন্দ্র তৈরি করা যায় কি না, সে বিষয়ে পরামর্শ করে আমরা কাজ করব। এটা হচ্ছে ধর্মীয় পর্যটনকেন্দ্র বা পুণ্যকেন্দ্র। কোনোভাবে যেন এখানকার ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।
সাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
১৩ মিনিট আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৩১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৩৪ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলা সদর থেকে বাঁকখালী নদীর তীরের তিন কিলোমিটার আঁকাবাঁকা পথ বেয়ে গেলেই রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া। সড়কের পাশ ঘেঁষে ৩০০ ফুট উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত প্রায় ২৫০ বছরের প্রাচীন লাওয়ে জাদি (প্যাগোডা)।
৪০ মিনিট আগে