ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে স্ত্রী নির্যাতন মামলায় স্বামী ফরহাদ মিয়া ওরফে সোরহাবকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত ফরহাদ মিয়া ওরফে সোরহাব মানিকগঞ্জের দৌলতপুরের বিল কালিদহ গ্রামের মৃত বকশি মিয়ার ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি দুপুরে ৩০ হাজার যৌতুকের জন্য স্ত্রী কমলা বেগমকে শারীরিকভাবে নির্যাতন করেন স্বামী ফরহাদ মিয়া। পরে গুরুতর আহত অবস্থায় কমলা বেগমকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এরপর চিকিৎসা শেষে ২০১৬ সালের ২০ জুলাই দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নির্যাতনের শিকার কমলা বেগম।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার তৎকালীন এস আই এম হাসান বুলবুল তদন্ত শেষে ফরহাদ মিয়া ওরফে সোরহাবকে অভিযুক্ত করে ২০১৭ সালের ১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আসামির অনুপস্থিতিতে আদালতের বিচারক এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এ কে এম নুরুল হুদা রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তবে আসামিপক্ষের আইনজীবী লুৎফর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
মানিকগঞ্জের দৌলতপুরে স্ত্রী নির্যাতন মামলায় স্বামী ফরহাদ মিয়া ওরফে সোরহাবকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত ফরহাদ মিয়া ওরফে সোরহাব মানিকগঞ্জের দৌলতপুরের বিল কালিদহ গ্রামের মৃত বকশি মিয়ার ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি দুপুরে ৩০ হাজার যৌতুকের জন্য স্ত্রী কমলা বেগমকে শারীরিকভাবে নির্যাতন করেন স্বামী ফরহাদ মিয়া। পরে গুরুতর আহত অবস্থায় কমলা বেগমকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এরপর চিকিৎসা শেষে ২০১৬ সালের ২০ জুলাই দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নির্যাতনের শিকার কমলা বেগম।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার তৎকালীন এস আই এম হাসান বুলবুল তদন্ত শেষে ফরহাদ মিয়া ওরফে সোরহাবকে অভিযুক্ত করে ২০১৭ সালের ১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আসামির অনুপস্থিতিতে আদালতের বিচারক এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এ কে এম নুরুল হুদা রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তবে আসামিপক্ষের আইনজীবী লুৎফর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১৪ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে