টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ। এর আয়োজন করছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
কাল বাদ ফজর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে তৃতীয় ধাপের আনুষ্ঠানিকতা।
তৃতীয় ধাপের ইজতেমায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে হাজারো মুসল্লির সমাগম। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার এবারের আসর।
আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিন দেখা যায়, তৃতীয় ধাপের ইজতেমা উপলক্ষে ময়দান পুনরায় প্রস্তুত করা হয়েছে। ময়দানের চারপাশের ১৭টি প্রবেশপথ দিয়ে মুসল্লিরা বাসে, ট্রাকে ও হেঁটে মাঠে প্রবেশ করছেন। তাঁদের কারও হাতে ব্যাগ, কারও মাথায় প্রয়োজনীয় জিনিসপত্র। নিজ জেলা থেকে জামাতবন্দী হয়ে ময়দানে প্রবেশ করছেন মুসল্লিরা।
আগের বাঁশের খুঁটিতে টানানো হয়েছে চটের শামিয়ানা। এর মাঝেই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হচ্ছেন ইজতেমা মাঠে। তাঁদের সবার সঙ্গে রয়েছে নিজ নিজ মালামাল। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে ময়ানে প্রবেশ করছেন। নির্ধারিত জায়গায় (খিত্তা) অবস্থান নিয়েছেন।
মাওলানা বাচ্চু মিয়া নেতৃত্বে (আমির) নড়াইল জেলা থেকে ১৮ জন সাথি নিয়ে ইজতেমা ময়দানে এসেছেন। অবস্থান নিয়েছেন নিজেদের খিত্তায়। কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। তিনি বলেন, ‘গত বছর ইজতেমায় অংশ নিয়েছিলাম দ্বিতীয় ধাপে। এবার তৃতীয় ধাপের ইজতেমা শুরুর এক দিন আগেই সাথিদের নিয়ে ময়দানে চলে এসেছি।’
মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকা থেকে আলাউদ্দিন বখশি (আমির) ৩৯ জন সাথি নিয়ে গতকাল বুধবার রাতে ময়দানে নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘ইজতেমা নিয়ে আমরা কোনো বিরোধ চাই না। এক পর্বে ইজতেমা আয়োজন করা হলে ভালো হতো। এবারই প্রথম তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন করা হচ্ছে।’
তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন কমিটির (সাদ অনুসারী) গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালীন আমরা শবে বরাত পাচ্ছি (শুক্রবার রাতে)। আমাদের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে। তবে আজকেই আমাদের অনেক সাথি ভাই মায়দানে এসেছেন। শুক্রবার সারা দিন হাজার হাজার মুসল্লি ময়দানে আসবেন। এবার ইজতেমা মায়দানে লাখ লাখ মানুষ একসঙ্গে শবে বরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন, বড় জামাতে জুমার নামাজ আদায় করবেন।’
তাবলিগ জামাতের মধ্যে বিদ্যমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি মাওলানা জুবায়ের অনুসারীরা পৃথক দুই ধাপে ইজতেমা পালন করেছেন।
মাঝে আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী ইজতেমা পালন করছেন মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত শেষে ১৮ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জেলা প্রশাসকের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাধ অনুসারীরা।
গাজীপুরে টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ। এর আয়োজন করছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
কাল বাদ ফজর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে তৃতীয় ধাপের আনুষ্ঠানিকতা।
তৃতীয় ধাপের ইজতেমায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে হাজারো মুসল্লির সমাগম। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার এবারের আসর।
আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিন দেখা যায়, তৃতীয় ধাপের ইজতেমা উপলক্ষে ময়দান পুনরায় প্রস্তুত করা হয়েছে। ময়দানের চারপাশের ১৭টি প্রবেশপথ দিয়ে মুসল্লিরা বাসে, ট্রাকে ও হেঁটে মাঠে প্রবেশ করছেন। তাঁদের কারও হাতে ব্যাগ, কারও মাথায় প্রয়োজনীয় জিনিসপত্র। নিজ জেলা থেকে জামাতবন্দী হয়ে ময়দানে প্রবেশ করছেন মুসল্লিরা।
আগের বাঁশের খুঁটিতে টানানো হয়েছে চটের শামিয়ানা। এর মাঝেই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হচ্ছেন ইজতেমা মাঠে। তাঁদের সবার সঙ্গে রয়েছে নিজ নিজ মালামাল। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে ময়ানে প্রবেশ করছেন। নির্ধারিত জায়গায় (খিত্তা) অবস্থান নিয়েছেন।
মাওলানা বাচ্চু মিয়া নেতৃত্বে (আমির) নড়াইল জেলা থেকে ১৮ জন সাথি নিয়ে ইজতেমা ময়দানে এসেছেন। অবস্থান নিয়েছেন নিজেদের খিত্তায়। কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। তিনি বলেন, ‘গত বছর ইজতেমায় অংশ নিয়েছিলাম দ্বিতীয় ধাপে। এবার তৃতীয় ধাপের ইজতেমা শুরুর এক দিন আগেই সাথিদের নিয়ে ময়দানে চলে এসেছি।’
মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকা থেকে আলাউদ্দিন বখশি (আমির) ৩৯ জন সাথি নিয়ে গতকাল বুধবার রাতে ময়দানে নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘ইজতেমা নিয়ে আমরা কোনো বিরোধ চাই না। এক পর্বে ইজতেমা আয়োজন করা হলে ভালো হতো। এবারই প্রথম তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন করা হচ্ছে।’
তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন কমিটির (সাদ অনুসারী) গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালীন আমরা শবে বরাত পাচ্ছি (শুক্রবার রাতে)। আমাদের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে। তবে আজকেই আমাদের অনেক সাথি ভাই মায়দানে এসেছেন। শুক্রবার সারা দিন হাজার হাজার মুসল্লি ময়দানে আসবেন। এবার ইজতেমা মায়দানে লাখ লাখ মানুষ একসঙ্গে শবে বরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন, বড় জামাতে জুমার নামাজ আদায় করবেন।’
তাবলিগ জামাতের মধ্যে বিদ্যমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি মাওলানা জুবায়ের অনুসারীরা পৃথক দুই ধাপে ইজতেমা পালন করেছেন।
মাঝে আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী ইজতেমা পালন করছেন মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত শেষে ১৮ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জেলা প্রশাসকের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাধ অনুসারীরা।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১৮ মিনিট আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন রায়হান খান। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।
১৮ মিনিট আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৭ ঘণ্টা আগে