টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ। এর আয়োজন করছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
কাল বাদ ফজর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে তৃতীয় ধাপের আনুষ্ঠানিকতা।
তৃতীয় ধাপের ইজতেমায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে হাজারো মুসল্লির সমাগম। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার এবারের আসর।
আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিন দেখা যায়, তৃতীয় ধাপের ইজতেমা উপলক্ষে ময়দান পুনরায় প্রস্তুত করা হয়েছে। ময়দানের চারপাশের ১৭টি প্রবেশপথ দিয়ে মুসল্লিরা বাসে, ট্রাকে ও হেঁটে মাঠে প্রবেশ করছেন। তাঁদের কারও হাতে ব্যাগ, কারও মাথায় প্রয়োজনীয় জিনিসপত্র। নিজ জেলা থেকে জামাতবন্দী হয়ে ময়দানে প্রবেশ করছেন মুসল্লিরা।
আগের বাঁশের খুঁটিতে টানানো হয়েছে চটের শামিয়ানা। এর মাঝেই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হচ্ছেন ইজতেমা মাঠে। তাঁদের সবার সঙ্গে রয়েছে নিজ নিজ মালামাল। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে ময়ানে প্রবেশ করছেন। নির্ধারিত জায়গায় (খিত্তা) অবস্থান নিয়েছেন।
মাওলানা বাচ্চু মিয়া নেতৃত্বে (আমির) নড়াইল জেলা থেকে ১৮ জন সাথি নিয়ে ইজতেমা ময়দানে এসেছেন। অবস্থান নিয়েছেন নিজেদের খিত্তায়। কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। তিনি বলেন, ‘গত বছর ইজতেমায় অংশ নিয়েছিলাম দ্বিতীয় ধাপে। এবার তৃতীয় ধাপের ইজতেমা শুরুর এক দিন আগেই সাথিদের নিয়ে ময়দানে চলে এসেছি।’
মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকা থেকে আলাউদ্দিন বখশি (আমির) ৩৯ জন সাথি নিয়ে গতকাল বুধবার রাতে ময়দানে নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘ইজতেমা নিয়ে আমরা কোনো বিরোধ চাই না। এক পর্বে ইজতেমা আয়োজন করা হলে ভালো হতো। এবারই প্রথম তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন করা হচ্ছে।’
তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন কমিটির (সাদ অনুসারী) গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালীন আমরা শবে বরাত পাচ্ছি (শুক্রবার রাতে)। আমাদের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে। তবে আজকেই আমাদের অনেক সাথি ভাই মায়দানে এসেছেন। শুক্রবার সারা দিন হাজার হাজার মুসল্লি ময়দানে আসবেন। এবার ইজতেমা মায়দানে লাখ লাখ মানুষ একসঙ্গে শবে বরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন, বড় জামাতে জুমার নামাজ আদায় করবেন।’
তাবলিগ জামাতের মধ্যে বিদ্যমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি মাওলানা জুবায়ের অনুসারীরা পৃথক দুই ধাপে ইজতেমা পালন করেছেন।
মাঝে আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী ইজতেমা পালন করছেন মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত শেষে ১৮ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জেলা প্রশাসকের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাধ অনুসারীরা।
গাজীপুরে টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ। এর আয়োজন করছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
কাল বাদ ফজর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে তৃতীয় ধাপের আনুষ্ঠানিকতা।
তৃতীয় ধাপের ইজতেমায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে হাজারো মুসল্লির সমাগম। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার এবারের আসর।
আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিন দেখা যায়, তৃতীয় ধাপের ইজতেমা উপলক্ষে ময়দান পুনরায় প্রস্তুত করা হয়েছে। ময়দানের চারপাশের ১৭টি প্রবেশপথ দিয়ে মুসল্লিরা বাসে, ট্রাকে ও হেঁটে মাঠে প্রবেশ করছেন। তাঁদের কারও হাতে ব্যাগ, কারও মাথায় প্রয়োজনীয় জিনিসপত্র। নিজ জেলা থেকে জামাতবন্দী হয়ে ময়দানে প্রবেশ করছেন মুসল্লিরা।
আগের বাঁশের খুঁটিতে টানানো হয়েছে চটের শামিয়ানা। এর মাঝেই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হচ্ছেন ইজতেমা মাঠে। তাঁদের সবার সঙ্গে রয়েছে নিজ নিজ মালামাল। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে ময়ানে প্রবেশ করছেন। নির্ধারিত জায়গায় (খিত্তা) অবস্থান নিয়েছেন।
মাওলানা বাচ্চু মিয়া নেতৃত্বে (আমির) নড়াইল জেলা থেকে ১৮ জন সাথি নিয়ে ইজতেমা ময়দানে এসেছেন। অবস্থান নিয়েছেন নিজেদের খিত্তায়। কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। তিনি বলেন, ‘গত বছর ইজতেমায় অংশ নিয়েছিলাম দ্বিতীয় ধাপে। এবার তৃতীয় ধাপের ইজতেমা শুরুর এক দিন আগেই সাথিদের নিয়ে ময়দানে চলে এসেছি।’
মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকা থেকে আলাউদ্দিন বখশি (আমির) ৩৯ জন সাথি নিয়ে গতকাল বুধবার রাতে ময়দানে নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘ইজতেমা নিয়ে আমরা কোনো বিরোধ চাই না। এক পর্বে ইজতেমা আয়োজন করা হলে ভালো হতো। এবারই প্রথম তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন করা হচ্ছে।’
তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন কমিটির (সাদ অনুসারী) গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালীন আমরা শবে বরাত পাচ্ছি (শুক্রবার রাতে)। আমাদের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে। তবে আজকেই আমাদের অনেক সাথি ভাই মায়দানে এসেছেন। শুক্রবার সারা দিন হাজার হাজার মুসল্লি ময়দানে আসবেন। এবার ইজতেমা মায়দানে লাখ লাখ মানুষ একসঙ্গে শবে বরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন, বড় জামাতে জুমার নামাজ আদায় করবেন।’
তাবলিগ জামাতের মধ্যে বিদ্যমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি মাওলানা জুবায়ের অনুসারীরা পৃথক দুই ধাপে ইজতেমা পালন করেছেন।
মাঝে আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী ইজতেমা পালন করছেন মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত শেষে ১৮ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জেলা প্রশাসকের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাধ অনুসারীরা।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে