Ajker Patrika

স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষার্থীদের বন্ধ হওয়া উপবৃত্তি চালুর দাবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষার্থীদের বন্ধ হওয়া উপবৃত্তি চালুর দাবি 

দীর্ঘ ১৮ বছর চালু থাকার পর হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা। এতে করে হতদরিদ্র এসব সুবিধাবঞ্চিত শিশুরা মাদ্রাসা বিমুখ হচ্ছে, বঞ্চিত থাকছে প্রাথমিক শিক্ষা থেকে। এসব শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে পুনরায় উপবৃত্তি চালুসহ আগামী বাজেটে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জন্য আলাদা বাজেট রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষক ঐক্যজোট। 

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খান হলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন দাবি জানান সংগঠনটির চেয়ারম্যান কাজী মো. মোখলেছুর রহমান। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অবিচ্ছেদ্য অংশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা। কিন্তু চলতি বছরের গত ২৩ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে উপবৃত্তি সুবিধাভোগীদের যে তালিকা চাওয়া হলে সেখানে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কথা উল্লেখ করা হয়। তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা গ্রহণ করছে না। 

অথচ ২০০৩ সাল থেকে ঝরে পড়া হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো উপবৃত্তিসহ সকল সুবিধা ২০২১ সাল পর্যন্ত চালু ছিল ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য। 

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার কোমলমতি হতদরিদ্র শিক্ষার্থী ঝরে পড়া রোধ করে পুনরায় প্রাইমারি শিক্ষার্থীদের ন্যায় উপবৃত্তি চালু করাসহ আসন্ন বাজেটে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে এই শিক্ষক সংগঠনের নেতারা। 

বন্ধ হওয়া উপবৃত্তি সুবিধা দ্রুত চালু করার দাবিতে আগামী ৫ জুন দেশের প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে এই সংগঠন। এ ছাড়া ১৫ জুন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিও পালন করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত