Ajker Patrika

হঠাৎ কুয়াশায় ঢাকা পড়ে শিবচরের পথঘাট 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১২: ৫৭
হঠাৎ কুয়াশায় ঢাকা পড়ে শিবচরের পথঘাট 

শীতের প্রকোপ খুব বেশি না হলেও আজ বুধবার ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ছিল না সূর্যের দেখা। শিবচরের পথঘাট কুয়াশায় ঢাকা পড়ে। সকালে কুয়াশার মাত্রা বেশি থাকায় সামান্য দূরত্বেও কিছু স্পষ্টভাবে দেখা যায়নি। সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হয়েছে। 

শিবচর হাইওয়ে সূত্রে জানা গেছে, ভোর থেকে মহাসড়কে গাড়ি তেমন ছিল না। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত পুরো মহাসড়ক কুয়াশায় ঢেকে ছিল। রোদ উঠলে কুয়াশা কমে যায় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে। 

এ বিষয়ে স্থানীয় বাজারের দোকানিরা বলেন, ভোর থেকে কুয়াশা বেশি থাকায় বাজারে ক্রেতাদের আগমন কম ছিল। বেলা বাড়ার পরে বাজারে ক্রেতাদের সমাগম ঘটে। 

শিবচরের বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে ভোরে ফেরি চলাচলে কিছুটা ব্যাহত হচ্ছিল। এ ছাড়া ভোর থেকে নৌরুটে লঞ্চ চলাচল দেরিতে শুরু করা হয়। কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ভোরে চারপাশে কুয়াশার মাত্রা বেশি হলেও নৌপথে ততটা কুয়াশা ছিল না। ফেরি চলাচল করছে। তবে কিছু সময় চলাচলে ধীরগতি ছিল।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত