কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। গত ৮ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত জেলা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পৌরবাসী বলছেন, হকারদের উচ্ছেদ করায় শহরে যানজট কম আসবে। তবে হকার ও নিম্ন আয়ের মানুষদের কথা বিবেচনা করে হলিডে মার্কেটের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।
জেলা শহরের বাসিন্দা শায়ের বলেন, শহরে যানজটের কারণে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। যানজটের অন্যতম কারণ হলো সড়ক ও ফুটপাত দখল করে হকারদের ব্যবসা। দিনের বেলায় যানজট পেরিয়ে গাইটাল এলাকা থেকে সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে যেতে সময় লাগে দেড় ঘন্টা। অথচ যানজট না থাকলে ওই পথে যেতে সময় লাগে ২০ মিনিট। এসব দোকানপাট উচ্ছেদের কারণে যদি এখন একটু স্বস্তি পাওয়া যায়।
শহিদুল ইসলাম বলেন, ‘নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষেরা এবং হকারেরা যেন উপকৃত হয় সেজন্য একটা হলিডে মার্কেট প্রয়োজন পৌর শহরে। এটা আমাদের দাবি। এতে করে উচ্ছেদকৃত হকারদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে।’
স্থানীয় সূত্র জানায়, শহরের একটি প্রভাবশালী চক্র গৌরাঙ্গ বাজার, একরামপুর ব্রিজ, তেরি পট্টি, পুরানথানা-বড়বাজার সংযোগ ব্রিজের সড়ক ও ফুটপাত দখল করে প্রত্যেক হকারের কাছ থেকে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত জামানত নিয়ে দোকান ভাড়া দিত। ভাড়া বাবদ প্রতিদিন হকারদের কাছ থেকে ২০০ টাকা করে নিত ওই চক্রটি।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত এক সপ্তাহে শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাতের প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সমন্বয় সমাজকল্যাণ সংস্থার সভাপতি এ এম ওবায়েদ বলেন, ‘উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য প্রশাসনের সবাইকে সাধুবাদ জানাই। পাশাপাশি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করতে হবে। এছাড়া উচ্ছেদকৃত হকার ও নিম্ন এবং নিম্নমধ্যবিত্ত মানুষেররা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য হলিডে মার্কেটের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, হলিডে মার্কেট করার পরিকল্পনা আছে। হলিডে মার্কেট হলে খুব কম টাকায় নিম্ন ও নিম্নমধ্যবিত্তরা তাদের দৈনিক ব্যবহার্য জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, শহরকে যানজট মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে করে শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। জেলা পুলিশ যানজট নিরসনে তার সার্মথ্যের সবটুকু দিবে।
কিশোরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। গত ৮ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত জেলা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পৌরবাসী বলছেন, হকারদের উচ্ছেদ করায় শহরে যানজট কম আসবে। তবে হকার ও নিম্ন আয়ের মানুষদের কথা বিবেচনা করে হলিডে মার্কেটের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।
জেলা শহরের বাসিন্দা শায়ের বলেন, শহরে যানজটের কারণে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। যানজটের অন্যতম কারণ হলো সড়ক ও ফুটপাত দখল করে হকারদের ব্যবসা। দিনের বেলায় যানজট পেরিয়ে গাইটাল এলাকা থেকে সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে যেতে সময় লাগে দেড় ঘন্টা। অথচ যানজট না থাকলে ওই পথে যেতে সময় লাগে ২০ মিনিট। এসব দোকানপাট উচ্ছেদের কারণে যদি এখন একটু স্বস্তি পাওয়া যায়।
শহিদুল ইসলাম বলেন, ‘নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষেরা এবং হকারেরা যেন উপকৃত হয় সেজন্য একটা হলিডে মার্কেট প্রয়োজন পৌর শহরে। এটা আমাদের দাবি। এতে করে উচ্ছেদকৃত হকারদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে।’
স্থানীয় সূত্র জানায়, শহরের একটি প্রভাবশালী চক্র গৌরাঙ্গ বাজার, একরামপুর ব্রিজ, তেরি পট্টি, পুরানথানা-বড়বাজার সংযোগ ব্রিজের সড়ক ও ফুটপাত দখল করে প্রত্যেক হকারের কাছ থেকে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত জামানত নিয়ে দোকান ভাড়া দিত। ভাড়া বাবদ প্রতিদিন হকারদের কাছ থেকে ২০০ টাকা করে নিত ওই চক্রটি।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত এক সপ্তাহে শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাতের প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সমন্বয় সমাজকল্যাণ সংস্থার সভাপতি এ এম ওবায়েদ বলেন, ‘উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য প্রশাসনের সবাইকে সাধুবাদ জানাই। পাশাপাশি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করতে হবে। এছাড়া উচ্ছেদকৃত হকার ও নিম্ন এবং নিম্নমধ্যবিত্ত মানুষেররা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য হলিডে মার্কেটের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, হলিডে মার্কেট করার পরিকল্পনা আছে। হলিডে মার্কেট হলে খুব কম টাকায় নিম্ন ও নিম্নমধ্যবিত্তরা তাদের দৈনিক ব্যবহার্য জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, শহরকে যানজট মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে করে শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। জেলা পুলিশ যানজট নিরসনে তার সার্মথ্যের সবটুকু দিবে।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৮ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১২ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে