Ajker Patrika

রাজধানীর এলিফ্যান্ট রোডে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৮: ৪২
রাজধানীর এলিফ্যান্ট রোডে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড়ে বাসের ধাক্কায় রোকেয়া বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

নিহত রোকেয়ার বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা থানায়। তিনি ডেমরার কোনাপাড়া এলাকায় মেয়ের সঙ্গে থাকতেন।

ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বেলা তিনটার দিকে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

এসআই আরও বলেন, ‘ওই নারী নিউমার্কেট এলাকায় চাকরি করতেন। নিউমার্কেটের এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় রাস্তা পারাপারের সময় তাঁকে মালঞ্চ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে অন্য একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

নিহতের মেয়ে রওশন আরা বেগম জানান, রোকেয়া তাঁর সঙ্গে ডেমরার কোনাপাড়া ডগাইর এলাকায় থাকতেন। নিউমার্কেট এলাকায় একজন বয়স্ক ব্যক্তিকে দেখাশোনার কাজ করতেন রোকেয়া। মাসে ১০ থেকে ১২ দিন নিউমার্কেটের ওই বাসায় তিনি থাকতেন। আজ মেয়েকে নিয়ে এক আত্মীয়ের বাসায় যাওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যে নিউমার্কেটের ওই বাসা থেকে বেরিয়ে ছিলেন। বাসে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলেন তিনি। এলিফ্যান্ট রোডের বাটার সিগন্যালের মোড়ে বাসে ওঠার আগে মালঞ্চ নামের একটি বাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত