ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনি বিশ্বাস (২৬)। চাঁদাবাজির প্রতিবাদ করায় তাঁকে এমন হুমকি দেওয়া হয় বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দলের ওই নেতা।
আজ শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন তাঁরা। বেলা ২টায় সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাতে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জনি বিশ্বাস অভিযোগগুলো তুলে ধরেন। এ সময় সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সাগর আহমেদ, মেহেদী হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জনি বিশ্বাস উল্লেখ করেন, মোজাম্মেল হোসেন মিঠু গত বৃহস্পতিবার রাতে শহরের আলীপুরের বাদামতলী সড়কের ভাড়াটিয়া বাসিন্দা ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মামুন অর রশিদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে মীমাংসার মাধ্যমে দেড় লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি জানতে পেরে জনি বিশ্বাস প্রতিবাদ জানান। এর জেরে তাঁকে মোবাইলে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেন জেলা স্বেচ্ছাসেবক দলের ওই নেতা।
জনি বিশ্বাস বলেন, ‘ফরিদপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির গুঞ্জন শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে আমি গতকাল রাতে প্রমাণসহ একটি খবর পাই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিঠুর বিরুদ্ধে। এ বিষয়ে ফোনে মিঠু ভাইয়ের কাছে জানতে চাই, তিনি আলীপুরে যে চাঁদা দাবি করেছেন তার প্রমাণ আমার কাছে আছে। তিনি কেন চাঁদা চেয়েছেন। তখন তিনি বলেন, আমি যেন সকালে তাঁর সঙ্গে দেখা করি। আধা ঘণ্টা পর ফোন দিয়ে তিনি আমাকে হুমকি-ধমকি দেন এবং গালাগাল করেন। তিনি আমাদের দেখে নেওয়ার হুমকি দেন।’
চাঁদা চাওয়ার প্রমাণ হিসেবে একটি ভিডিও ক্লিপ সাংবাদিকদের সরবরাহ করেন উপস্থিত শিক্ষার্থীরা। ওই ভিডিওতে মামুন অর রশিদ ওই নেতার বিরুদ্ধে চাঁদা চাওয়ার বিষয়টি তুলে ধরেন। ভিডিওতে তিনি বলেন, ‘প্রথমে আমাকে অচেনা নম্বরে কল দিয়ে লিটন নামের এক ব্যক্তি দেখা করতে বলে। এরপর মিঠু নিজেই ফোন দিয়ে আমার বাসার নিচে নামতে বলে। আমি ওপর থেকে দেখি অনেক লোক নিয়ে বাসার নিচে জড়ো হয়েছে। তারা কেউ ছাত্র ছিল না, সকলেই রাজনৈতিক দলের।’
এদিকে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের পর বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মোজাম্মেল হোসেন মিঠু। এ সময় মামুন অর রশিদ নামের ওই ব্যক্তি তাঁর সঙ্গে ছিল। সংবাদ সম্মেলনে মিঠু সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার প্রতিপক্ষ ওই সমন্বয়ককে দিয়ে আমাকে ফোন করিয়েছেন। এলাকার একটি পারিবারিক বিষয়ে মামুন অর রশিদের সঙ্গে কথা হয়েছিল। পরবর্তী সময়ে তা স্থানীয়ভাবে সমাধান হয়। এরপরই আমার প্রতিপক্ষ জোর করে মামুন অর রশিদের ভিডিও স্টেটমেন্ট নিয়েছে। যেটি উনিই আপনাদের বলবে।’
এ সময় মামুন অর রশিদ ‘নার্ভাস’ আছেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘আমি কোনো দিন এমন ঘটনার সম্মুখীন হইনি। সেদিন আমি নার্ভাস বোধ করে ভিডিওটিতে কথা বলেছিলাম এবং আতঙ্কিত হয়েই ভিডিওতে অনেক কথা বলেছিলাম। টাকা চাওয়ার বিষয়টি আতঙ্কেই বলেছিলাম।’
মামুন অর রশিদ আরও বলেন, ‘ওই ভিডিওতে কথা বলার আগে রাতে তারা (মোজাম্মেল হোসেন মিঠু ও তাঁর লোকজন) এমনেই একটা বিষয়ে কথা বলার জন্য আমার বাসার নিচে এসেছিলেন। সে সময় বিভিন্ন কথাবার্তাও হয়। যা হোক, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এরপর গতকাল স্থানীয় কাউন্সিলরকে নিয়ে বসে সমাধান হয়েছে।’
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনি বিশ্বাস (২৬)। চাঁদাবাজির প্রতিবাদ করায় তাঁকে এমন হুমকি দেওয়া হয় বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দলের ওই নেতা।
আজ শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন তাঁরা। বেলা ২টায় সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাতে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জনি বিশ্বাস অভিযোগগুলো তুলে ধরেন। এ সময় সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সাগর আহমেদ, মেহেদী হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জনি বিশ্বাস উল্লেখ করেন, মোজাম্মেল হোসেন মিঠু গত বৃহস্পতিবার রাতে শহরের আলীপুরের বাদামতলী সড়কের ভাড়াটিয়া বাসিন্দা ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মামুন অর রশিদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে মীমাংসার মাধ্যমে দেড় লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি জানতে পেরে জনি বিশ্বাস প্রতিবাদ জানান। এর জেরে তাঁকে মোবাইলে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেন জেলা স্বেচ্ছাসেবক দলের ওই নেতা।
জনি বিশ্বাস বলেন, ‘ফরিদপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির গুঞ্জন শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে আমি গতকাল রাতে প্রমাণসহ একটি খবর পাই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিঠুর বিরুদ্ধে। এ বিষয়ে ফোনে মিঠু ভাইয়ের কাছে জানতে চাই, তিনি আলীপুরে যে চাঁদা দাবি করেছেন তার প্রমাণ আমার কাছে আছে। তিনি কেন চাঁদা চেয়েছেন। তখন তিনি বলেন, আমি যেন সকালে তাঁর সঙ্গে দেখা করি। আধা ঘণ্টা পর ফোন দিয়ে তিনি আমাকে হুমকি-ধমকি দেন এবং গালাগাল করেন। তিনি আমাদের দেখে নেওয়ার হুমকি দেন।’
চাঁদা চাওয়ার প্রমাণ হিসেবে একটি ভিডিও ক্লিপ সাংবাদিকদের সরবরাহ করেন উপস্থিত শিক্ষার্থীরা। ওই ভিডিওতে মামুন অর রশিদ ওই নেতার বিরুদ্ধে চাঁদা চাওয়ার বিষয়টি তুলে ধরেন। ভিডিওতে তিনি বলেন, ‘প্রথমে আমাকে অচেনা নম্বরে কল দিয়ে লিটন নামের এক ব্যক্তি দেখা করতে বলে। এরপর মিঠু নিজেই ফোন দিয়ে আমার বাসার নিচে নামতে বলে। আমি ওপর থেকে দেখি অনেক লোক নিয়ে বাসার নিচে জড়ো হয়েছে। তারা কেউ ছাত্র ছিল না, সকলেই রাজনৈতিক দলের।’
এদিকে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের পর বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মোজাম্মেল হোসেন মিঠু। এ সময় মামুন অর রশিদ নামের ওই ব্যক্তি তাঁর সঙ্গে ছিল। সংবাদ সম্মেলনে মিঠু সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার প্রতিপক্ষ ওই সমন্বয়ককে দিয়ে আমাকে ফোন করিয়েছেন। এলাকার একটি পারিবারিক বিষয়ে মামুন অর রশিদের সঙ্গে কথা হয়েছিল। পরবর্তী সময়ে তা স্থানীয়ভাবে সমাধান হয়। এরপরই আমার প্রতিপক্ষ জোর করে মামুন অর রশিদের ভিডিও স্টেটমেন্ট নিয়েছে। যেটি উনিই আপনাদের বলবে।’
এ সময় মামুন অর রশিদ ‘নার্ভাস’ আছেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘আমি কোনো দিন এমন ঘটনার সম্মুখীন হইনি। সেদিন আমি নার্ভাস বোধ করে ভিডিওটিতে কথা বলেছিলাম এবং আতঙ্কিত হয়েই ভিডিওতে অনেক কথা বলেছিলাম। টাকা চাওয়ার বিষয়টি আতঙ্কেই বলেছিলাম।’
মামুন অর রশিদ আরও বলেন, ‘ওই ভিডিওতে কথা বলার আগে রাতে তারা (মোজাম্মেল হোসেন মিঠু ও তাঁর লোকজন) এমনেই একটা বিষয়ে কথা বলার জন্য আমার বাসার নিচে এসেছিলেন। সে সময় বিভিন্ন কথাবার্তাও হয়। যা হোক, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এরপর গতকাল স্থানীয় কাউন্সিলরকে নিয়ে বসে সমাধান হয়েছে।’
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বর্ডার গার্ড পুলিশের ৩৪ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করা ছয় নাগরিককে বিভিন্ন অপরাধে সাজাভোগের পর ফেরত নিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।
১ মিনিট আগেফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
২ মিনিট আগেশিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরেবাংলা হলের প্রভোস্ট পদ থেকে আজ বুধবার পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বাছের। একই দিন বিশ্ববিদ্যালয়ের জীবননান্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার।
৪ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামে মসজিদের মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নামাজের সময় মসজিদের ছয়টি এসি চালুর নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ কমিটির সভাপতি অনামিকা নজরুল।
৯ মিনিট আগে