মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পয়লা বৈশাখে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মোটিফ বানিয়েছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার।
আগুনে একটি টিনশেড পাকা ঘর, একটি মোটরসাইকেল, বেশ কিছু প্রতিমা ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয়রা ধারণা করছেন, পয়লা বৈশাখে ঢাকায় ‘ফ্যাসিবাদের’ মুখাকৃতি বানানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিল্পীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে মানবেন্দ্র ঘোষ দাবি করেন, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, অন্য কোনো মুখাকৃতি নয়।
এ বিষয়ে মানবেন্দ্র বলেন, ‘আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহসহ পুলিশের কর্মকর্তারা। ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান, কারও জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ খোঁজার পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের শোভাযাত্রার জন্য বিভিন্ন মোটিফ তৈরির সঙ্গে জড়িত ছিলেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। এবার শোভাযাত্রায় সবচেয়ে আলোচিত মোটিফটি ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। নববর্ষের এক দিন আগে সেই মোটিফ পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরে সেটি আবারও বানানো হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পয়লা বৈশাখে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মোটিফ বানিয়েছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার।
আগুনে একটি টিনশেড পাকা ঘর, একটি মোটরসাইকেল, বেশ কিছু প্রতিমা ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয়রা ধারণা করছেন, পয়লা বৈশাখে ঢাকায় ‘ফ্যাসিবাদের’ মুখাকৃতি বানানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিল্পীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তবে মানবেন্দ্র ঘোষ দাবি করেন, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, অন্য কোনো মুখাকৃতি নয়।
এ বিষয়ে মানবেন্দ্র বলেন, ‘আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহসহ পুলিশের কর্মকর্তারা। ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান, কারও জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ খোঁজার পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের শোভাযাত্রার জন্য বিভিন্ন মোটিফ তৈরির সঙ্গে জড়িত ছিলেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। এবার শোভাযাত্রায় সবচেয়ে আলোচিত মোটিফটি ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। নববর্ষের এক দিন আগে সেই মোটিফ পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরে সেটি আবারও বানানো হয়েছে।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৬ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৭ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২০ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২০ মিনিট আগে