Ajker Patrika

প্রবাসীদের সামাজিক অবদানেরও স্বীকৃতি দিতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯: ৪৭
প্রবাসীদের সামাজিক অবদানেরও স্বীকৃতি দিতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

দেশে প্রবাসীদের ক্ষেত্রে শুধু আর্থিক অবদানই নয়, সেই সঙ্গে সামাজিক অবদানকেও স্বীকার করে নিতে হবে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আজ সোমবার প্রবাসী কল্যাণ ভবনে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

সচিব বলেন, প্রবাসী কর্মীদের কথা আসলে কেবল অর্থনৈতিক অবদানের কথা বলা হয়। জিডিপির কত অংশ, শ্রমশক্তির কত অংশ সেগুলো নিয়ে কথা হয়। তবে শুধু আর্থিক অবদানটাই বিবেচ্য বিষয় হতে পারে না। তাঁদের সামাজিক অবদানকেও স্বীকার করে নিতে হবে। 

মাহবুব হোসেন আরও বলেন, ‘প্রবাসীরা যখন বিদেশ থাকেন, তখন তাঁরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের একেকটি পতাকা হয়ে কাজ করেন, বিষয়টির স্বীকৃতির প্রয়োজন। প্রবাসীরা ফেরত আসার পর দেশে যে ইতিবাচক ভূমিকা রাখেন, সেগুলোও হিসাবের মধ্যে থাকা বাঞ্ছনীয়। স্বাস্থ্যসেবা, শিক্ষার চাহিদা, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে তাঁদের অবদানকে মূল্যায়ন করা উচিত।’ 

সচিব বলেন, ‘আমরা মাঠপর্যায়ে যখন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি, সেখানে সমাজের নানা অংশীজনকে সম্পৃক্ত করা হয়। আমি ঠিক মনে করতে পারছি না, প্রবাসীদের সেসব অনুষ্ঠানে সম্পৃক্ত করা হয় কি না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বিষয়টি ভেবে দেখার এবং পরীক্ষা করে দেখার অনুরোধ জানাব।’ 

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত