চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চট্টগ্রামের আদালতে হাজিরা শেষে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ হেফাজত থেকে জাহিদ হাসান (১৫) নামে এক কিশোর অপরাধী পালিয়েছে। আজ রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ডলি রিসোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। সে দাউদকান্দি উপজেলার দত্তবাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ হাসান চট্টগ্রাম ডবলমুড়িং থানার একটি চুরির মামলায় এজাহারভুক্ত কিশোর অপরাধী। আদালতের নির্দেশে তাকে দীর্ঘদিন ধরে গাজীপুরের কিশোর সংশোধনাগারে রাখা হয়। আজ চট্টগ্রামের আদালতে তার মামলার হাজিরার তারিখ ছিল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হাবিলদার কামরুল ও কনস্টেবল নজরুল তাকে আদালতে হাজিরা শেষে একটি গণপরিবহনে করে পুনরায় গাজীপুরে নেওয়ার পথে বিকেলে মহাসড়কের ডলি রিসোর্ট হোটেলে যাত্রাবিরতি করে। এ সময় জাহিদ হাসান বাথরুমে প্রবেশ করে। দীর্ঘক্ষণ বের না হওয়ায় দায়িত্বরত পুলিশ বাথরুমের দরজার কড়া নেড়ে ভেতর থেকে বন্ধ পায়।
অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া শব্দ পায়নি। কৌশলে সে বাথরুমের ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা–পুলিশের একাধিক দল ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
হাবিলদার কামরুল বলেন, ‘চট্টগ্রামের আদালত থেকে হাজিরা শেষে গাজীপুরে কিশোর সংশোধনাগারে নেওয়ার পথে বাসটি হোটেল ডলিতে যাত্রা বিরতি করে। এ সময় কিশোর জাহিদ হাসান বাথরুমে যাওয়ার কথা বললে আমরা তাকে অনুমতি দিই। কিন্তু সে কৌশলে বাথরুমের ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়।’
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কিশোর জাহিদ হাসানকে আটক করতে কাজ করছে।’
চট্টগ্রামের আদালতে হাজিরা শেষে ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ হেফাজত থেকে জাহিদ হাসান (১৫) নামে এক কিশোর অপরাধী পালিয়েছে। আজ রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ডলি রিসোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। সে দাউদকান্দি উপজেলার দত্তবাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ হাসান চট্টগ্রাম ডবলমুড়িং থানার একটি চুরির মামলায় এজাহারভুক্ত কিশোর অপরাধী। আদালতের নির্দেশে তাকে দীর্ঘদিন ধরে গাজীপুরের কিশোর সংশোধনাগারে রাখা হয়। আজ চট্টগ্রামের আদালতে তার মামলার হাজিরার তারিখ ছিল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হাবিলদার কামরুল ও কনস্টেবল নজরুল তাকে আদালতে হাজিরা শেষে একটি গণপরিবহনে করে পুনরায় গাজীপুরে নেওয়ার পথে বিকেলে মহাসড়কের ডলি রিসোর্ট হোটেলে যাত্রাবিরতি করে। এ সময় জাহিদ হাসান বাথরুমে প্রবেশ করে। দীর্ঘক্ষণ বের না হওয়ায় দায়িত্বরত পুলিশ বাথরুমের দরজার কড়া নেড়ে ভেতর থেকে বন্ধ পায়।
অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া শব্দ পায়নি। কৌশলে সে বাথরুমের ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা–পুলিশের একাধিক দল ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
হাবিলদার কামরুল বলেন, ‘চট্টগ্রামের আদালত থেকে হাজিরা শেষে গাজীপুরে কিশোর সংশোধনাগারে নেওয়ার পথে বাসটি হোটেল ডলিতে যাত্রা বিরতি করে। এ সময় কিশোর জাহিদ হাসান বাথরুমে যাওয়ার কথা বললে আমরা তাকে অনুমতি দিই। কিন্তু সে কৌশলে বাথরুমের ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়।’
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কিশোর জাহিদ হাসানকে আটক করতে কাজ করছে।’
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
২ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
৩ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে