Ajker Patrika

আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে এক আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। আজ রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

ওই নেতা হলেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেন। তাঁর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে হামলা ও খুনের অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসিনার পতনের পর থেকে মুরাদ হোসেন গা ঢাকা দেয়। মাঝে মধ্যে তাঁকে কিছু সময়ের জন্য হাট-বাজারে দেখা যেত। মুরাদ হোসেনকে ধরতে পুলিশ একাধিকবার বিভিন্ন স্থানে অভিযান চালায়। কিন্তু তাঁকে ধরা সম্ভব হয়নি। আজ বিকেলে মুরাদ হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশে ঘুরতে দেখে ছাত্র-জনতা একত্রিত হয়ে তাঁকে আটক করে। পরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

শিক্ষার্থীরা জানায়, খুনি এ কে এম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে ৪ আগস্ট মুরাদ হোসেন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণে সরাসরি অংশ নেন। শিক্ষার্থী হত্যা মামলায় তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, মুরাদ হোসেন ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে হামলা ও গুলিতে অংশ নেয়। ছাত্র-জনতা তাঁকে আটক করে পুলিশে দেয়। বৈষম্যবিরোধী শিক্ষার্থী হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত