প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইসোলেশন ইউনিটের ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৩০ মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ না থাকায় রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত আইসোলেশনে অক্সিজেন সরবরাহ না করায় এই ঘটনা ঘটে।
জানা যায়, অক্সিজেন প্রায় ৩০ মিনিট না থাকায় নিচতলায় আইসোলেশনে থাকা রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। উত্তেজিত হয়ে হইচই শুরু করেন তাঁরা। বিকেল প্রায় ৬টার দিকে আইসোলেশনের নিচতলার ইউনিটে অক্সিজেনের সিলিন্ডার সরবরাহ করা হয়।
জাকিয়া ইসলাম আরেফিন নামের আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা একজন রোগী বলেন, বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে ভর্তি হয়েছি। বিকেলে আইসোলেশনে অক্সিজেন ছিল না। আমরা নার্সকে বলার পরও অক্সিজেন ব্যবস্থা করেননি। পরে আধা ঘণ্টা পর অক্সিজেন সিলিন্ডার দেয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বছর করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে জেলা শহরের মেড্ডা বক্ষব্যাধি ক্লিনিক ও ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডকে ৫ শয্যার আইসোলেশন ইউনিট হিসেবে রূপান্তরিত করা হয়। পরে করোনার প্রকোপ কমে যাওয়ায় বক্ষব্যাধি ক্লিনিকের ইউনিটটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। গত মাসে জুন মাসে নতুন তত্ত্বাবধায়ক যোগদান করার পর ২৫০ শয্যা হাসপাতালে পেয়িং বেডকে আইসোলেশনে যুক্ত করেন। এখন আইসোলেশনে শয্যা সংখ্যা বাড়িয়ে ৭৫টি করা হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৫১ জন রোগী আইসোলেশনে ভর্তি রয়েছেন।
আইসোলেশনের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স নাজমীন বলেন, আইসোলেশনে যে অক্সিজেন সিলিন্ডার ছিল তা অন্যান্য রোগীরা ব্যবহার করছিলেন। পাশাপাশি সেন্ট্রাল অক্সিজেন শেষ হয়ে যাওয়া সিলিন্ডার বদল করা হচ্ছিল। দুজন রোগী অক্সিজেন চাওয়ায় তাঁদের দেওয়া যায়নি। সেন্ট্রাল অক্সিজেন লাগাতে যতটুকু সময় লাগছিল, শুধু সেই সময় অক্সিজেন দেওয়া যাচ্ছিল না।
এই বিষয়ে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান বলেন, 'বিকেলে আইসোলেশন ওয়ার্ডে অক্সিজেনের সংকটের বিষয় সম্পর্কে আমি অবগত নই। প্রায় প্রতিদিনই পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে আনা হচ্ছে। প্রয়োজনে আরও অক্সিজেন আনা হবে।'
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইসোলেশন ইউনিটের ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৩০ মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ না থাকায় রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত আইসোলেশনে অক্সিজেন সরবরাহ না করায় এই ঘটনা ঘটে।
জানা যায়, অক্সিজেন প্রায় ৩০ মিনিট না থাকায় নিচতলায় আইসোলেশনে থাকা রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। উত্তেজিত হয়ে হইচই শুরু করেন তাঁরা। বিকেল প্রায় ৬টার দিকে আইসোলেশনের নিচতলার ইউনিটে অক্সিজেনের সিলিন্ডার সরবরাহ করা হয়।
জাকিয়া ইসলাম আরেফিন নামের আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা একজন রোগী বলেন, বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে ভর্তি হয়েছি। বিকেলে আইসোলেশনে অক্সিজেন ছিল না। আমরা নার্সকে বলার পরও অক্সিজেন ব্যবস্থা করেননি। পরে আধা ঘণ্টা পর অক্সিজেন সিলিন্ডার দেয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বছর করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে জেলা শহরের মেড্ডা বক্ষব্যাধি ক্লিনিক ও ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডকে ৫ শয্যার আইসোলেশন ইউনিট হিসেবে রূপান্তরিত করা হয়। পরে করোনার প্রকোপ কমে যাওয়ায় বক্ষব্যাধি ক্লিনিকের ইউনিটটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। গত মাসে জুন মাসে নতুন তত্ত্বাবধায়ক যোগদান করার পর ২৫০ শয্যা হাসপাতালে পেয়িং বেডকে আইসোলেশনে যুক্ত করেন। এখন আইসোলেশনে শয্যা সংখ্যা বাড়িয়ে ৭৫টি করা হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৫১ জন রোগী আইসোলেশনে ভর্তি রয়েছেন।
আইসোলেশনের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স নাজমীন বলেন, আইসোলেশনে যে অক্সিজেন সিলিন্ডার ছিল তা অন্যান্য রোগীরা ব্যবহার করছিলেন। পাশাপাশি সেন্ট্রাল অক্সিজেন শেষ হয়ে যাওয়া সিলিন্ডার বদল করা হচ্ছিল। দুজন রোগী অক্সিজেন চাওয়ায় তাঁদের দেওয়া যায়নি। সেন্ট্রাল অক্সিজেন লাগাতে যতটুকু সময় লাগছিল, শুধু সেই সময় অক্সিজেন দেওয়া যাচ্ছিল না।
এই বিষয়ে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান বলেন, 'বিকেলে আইসোলেশন ওয়ার্ডে অক্সিজেনের সংকটের বিষয় সম্পর্কে আমি অবগত নই। প্রায় প্রতিদিনই পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে আনা হচ্ছে। প্রয়োজনে আরও অক্সিজেন আনা হবে।'
ট্রেন যাত্রীরা জানান, রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আজ সোমবার ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নিচে নেমে আসেন।
৪ মিনিট আগেমুন্সিগঞ্জের লৌহজংয়ে অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেচিকিৎসকেরা জানিয়েছেন, তাকে সুস্থ করতে জরুরিভাবে অপারেশন দরকার। অপারেশন করাতে ছয় লাখ টাকা প্রয়োজন। কিন্তু সেই টাকা পরিবারের নেই। প্রায় পাঁচ বছর ধরে শিশুটিকে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এখন একসঙ্গে এতগুলো টাকা জোগাড় করতে পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।
৩১ মিনিট আগেইটিসি প্রযুক্তি ব্যবহারের কারণে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় ক্যামেরা যানবাহনের নম্বর শনাক্ত করে টোল কেটে নিয়ে তাৎক্ষণিক গেট খুলে দিচ্ছে। এতে সাশ্রয় হচ্ছে কর্মঘণ্টা ও জ্বালানি খরচ। আর ইটিসি পদ্ধতিতে নগদ টোল আদায়ের পরিবর্তে গাড়ির উইন্ডশিল্ডে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ডিভাইস (আরএফআইডি) ট্যাগ
১ ঘণ্টা আগে