কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর জেরে কর্তব্যরত চিকিৎসককে মারধর করা হয়েছে। এ ঘটনায় দুই দিন ধরে হাসপাতালে সেবা বন্ধ রয়েছে। তবে জরুরি বিভাগ ও জরুরি প্রসূতিসেবা সীমিত পরিসরে চালু রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার দিবাগত রাতে মারধরের ঘটনা ঘটে। এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক বরাবর চার দফা দাবি দেওয়া হয়। এসব দাবি পূরণ করা না হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জরুরি বিভাগসহ পুরো হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
চার দফা দাবির মধ্যে রয়েছে—প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও অপরাধীদের ছবি প্রথম শ্রেণির গণমাধ্যমে প্রকাশ করা, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে মামলা করা, হাসপাতালে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
কক্সবাজার সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার নুরুল হুদা বলেন, সদর হাসপাতালে আগেও চিকিৎসক-কর্মচারীর ওপর অনুরূপ ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সবাই কর্মবিরতির সিদ্ধান্তে অটল রয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো বলেন, ‘চিকিৎসক-নার্স ও কর্মচারীরা নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি পালন করছেন। তারপরও সীমিত পরিসরে জরুরি সেবা চলছে। সবাই মিলে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
এ ঘটনায় চিকিৎসক সজিব কাজী বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, এর মধ্যে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার আবদুল আজিজ নামের এক রোগীর মৃত্যু হয়েছে। এর জেরে কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব কাজীকে বেধড়ক মারধর করা হয়। এ সময় বিক্ষুব্ধ রোগীর স্বজনেরা আইসিইউ, সিসিইউসহ হাসপাতালে ভাঙচুর চালায়। এ ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসকেরা হাসপাতালে সব ধরনের সেবা বন্ধ করে দিয়েছেন।
কক্সবাজার ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর জেরে কর্তব্যরত চিকিৎসককে মারধর করা হয়েছে। এ ঘটনায় দুই দিন ধরে হাসপাতালে সেবা বন্ধ রয়েছে। তবে জরুরি বিভাগ ও জরুরি প্রসূতিসেবা সীমিত পরিসরে চালু রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার দিবাগত রাতে মারধরের ঘটনা ঘটে। এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক বরাবর চার দফা দাবি দেওয়া হয়। এসব দাবি পূরণ করা না হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জরুরি বিভাগসহ পুরো হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
চার দফা দাবির মধ্যে রয়েছে—প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও অপরাধীদের ছবি প্রথম শ্রেণির গণমাধ্যমে প্রকাশ করা, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে মামলা করা, হাসপাতালে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
কক্সবাজার সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার নুরুল হুদা বলেন, সদর হাসপাতালে আগেও চিকিৎসক-কর্মচারীর ওপর অনুরূপ ঘটনা ঘটেছে। ফলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সবাই কর্মবিরতির সিদ্ধান্তে অটল রয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো বলেন, ‘চিকিৎসক-নার্স ও কর্মচারীরা নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি পালন করছেন। তারপরও সীমিত পরিসরে জরুরি সেবা চলছে। সবাই মিলে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
এ ঘটনায় চিকিৎসক সজিব কাজী বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, এর মধ্যে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকার আবদুল আজিজ নামের এক রোগীর মৃত্যু হয়েছে। এর জেরে কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব কাজীকে বেধড়ক মারধর করা হয়। এ সময় বিক্ষুব্ধ রোগীর স্বজনেরা আইসিইউ, সিসিইউসহ হাসপাতালে ভাঙচুর চালায়। এ ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসকেরা হাসপাতালে সব ধরনের সেবা বন্ধ করে দিয়েছেন।
সাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
১২ মিনিট আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৩১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৩৪ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলা সদর থেকে বাঁকখালী নদীর তীরের তিন কিলোমিটার আঁকাবাঁকা পথ বেয়ে গেলেই রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া। সড়কের পাশ ঘেঁষে ৩০০ ফুট উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত প্রায় ২৫০ বছরের প্রাচীন লাওয়ে জাদি (প্যাগোডা)।
৩৯ মিনিট আগে