কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার ও গুলিসহ ৭০ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এ তথ্য জানান।
গ্রেপ্তার তিনজন হলেন—কুমিল্লা নগরীর শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে মো. খাইরুল হাসান (৩০), কুমিল্লা সদর উপজেলার বাহরূপা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে মো. রাকিবুল হাসান রিয়াদ (২৮), চাঁদপুরের মতলব উত্তরের নয়াকান্দি এলাকার মো. রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সোহাগ মোল্লা (৩৫)।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে খাইরুল হাসানের বিরুদ্ধে ৪০টি, রাকিবুল হাসান রিয়াদের বিরুদ্ধে ১৬টি এবং সোহাগ মোল্লার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। এর অংশ হিসেবে সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. খাজু মিয়া মঙ্গলবার রাতে কান্দিরপাড় থেকে পদুয়ার বাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালান।
সিএনজিতে থাকা তিন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ঘিরে ফেলে এবং গ্রেপ্তার করে। পরে তাঁদের কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসপি জানান, গ্রেপ্তারদের মধ্যে রিয়াদ ও সোহাগ গতকালই জামিনে মুক্তি পান, আর খাইরুল এক মাস আগে জামিনে বের হন।
জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, পশুর হাটে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে অর্থ ছিনিয়ে নিতে তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের সিএনজিচালক সহযোগী পালিয়ে গেছেন।
কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার ও গুলিসহ ৭০ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এ তথ্য জানান।
গ্রেপ্তার তিনজন হলেন—কুমিল্লা নগরীর শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে মো. খাইরুল হাসান (৩০), কুমিল্লা সদর উপজেলার বাহরূপা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে মো. রাকিবুল হাসান রিয়াদ (২৮), চাঁদপুরের মতলব উত্তরের নয়াকান্দি এলাকার মো. রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সোহাগ মোল্লা (৩৫)।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে খাইরুল হাসানের বিরুদ্ধে ৪০টি, রাকিবুল হাসান রিয়াদের বিরুদ্ধে ১৬টি এবং সোহাগ মোল্লার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। এর অংশ হিসেবে সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. খাজু মিয়া মঙ্গলবার রাতে কান্দিরপাড় থেকে পদুয়ার বাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালান।
সিএনজিতে থাকা তিন যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ঘিরে ফেলে এবং গ্রেপ্তার করে। পরে তাঁদের কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসপি জানান, গ্রেপ্তারদের মধ্যে রিয়াদ ও সোহাগ গতকালই জামিনে মুক্তি পান, আর খাইরুল এক মাস আগে জামিনে বের হন।
জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, পশুর হাটে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে অর্থ ছিনিয়ে নিতে তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের সিএনজিচালক সহযোগী পালিয়ে গেছেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
৮ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
৯ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৬ মিনিট আগে