Ajker Patrika

গণতান্ত্রিক পরিবেশে সবার জন্য কাজ করছে সরকার-হানিফ

দমতলব প্রতিনিধি, (চাঁদপুর)
গণতান্ত্রিক পরিবেশে সবার জন্য কাজ করছে সরকার-হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, গণতান্ত্রিক পরিবেশে সবার জন্য কাজ করছে সরকার। আওয়ামী লীগ সরকারের ওপর মানুষের আস্থা আছে। যতদিন এই আস্থা থাকবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।

আজ সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে যাওয়ার সময় মতলব সেতুর উত্তর প্রান্তে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের নেতৃত্বে এ দুই উপজেলায় আওয়ামী লীগ শক্তিশালী। তার মাধ্যমেই এই এলাকায় উন্নয়ন অব্যাহত থাকবে।

সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন দেশের মানুষের চোখে পড়ছে এটাই বড় কথা। জনগণ সরকারের সকল উন্নয়নের সুফল ভোগ করছে।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. প্রফেসর শামসুল আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত