Ajker Patrika

নবীনগর আ. লীগের নতুন সভাপতি বাদল, সম্পাদক সাহান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নবীনগর আ. লীগের নতুন সভাপতি বাদল, সম্পাদক সাহান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার নবীনগর সরকারি হাইস্কুল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলকে পুনরায় সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এর আগে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। 

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

এদিকে সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে ঐকমত্যের ভিত্তিতে ফয়জুর রহমান বাদলকে সভাপতি ও জহির উদ্দিন চৌধুরী সাহানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। 

একই সঙ্গে ১৫ দিনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি তৈরির নির্দেশনা দেন নেতারা। এর আগে ২০১৪ সালে আওয়ামী লীগের সম্মেলন হয়। সেই সম্মেলনের প্রায় সাড়ে আট বছর পর এবারের সম্মেলনের আয়োজন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত